সিডনী শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১


জাপানি ইনফ্লুয়েঞ্জার ওষুধ করোনায় কার্যকর বলে দাবি করেছে চীন


প্রকাশিত:
১৯ মার্চ ২০২০ ১৯:৪৬

আপডেট:
২১ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৩১

ফাইল ছবি

প্রভাত ফেরী: জাপানের ফুজিফিল্ম হোল্ডিংস গ্রুপ অব কোম্পানির তৈরি করা একটি ইনফ্লুয়েঞ্জার ওষুধ নতুন করোনাভাইরাসের বিরুদ্ধে ‘সম্পূর্ণ কার্যকর’ বলে দাবি করেছে চীন। বেইজিং ইতোমধ্যেই ওষুধটি ব্যবহার করতে শুরু করেছে। ফুজিফিল্ম তোয়ামা কেমিক্যালের প্রস্তুতকৃত ওষুধটি অ্যাভিগান ব্র্যান্ড নামে বাজারে বিক্রি হচ্ছে।

ওই ওষুধের ওপর উহানে পরিচালিত ক্লিনিক্যাল ট্রায়ালের প্রসঙ্গ তুলে ধরে বুধবার এক সংবাদ সম্মেলনে চীনা কর্তৃপক্ষ দাবি করে, ‘ওষুধটি খুবই নিরাপদ’। তবে এ ওষুধের কার্যকারিতার ব্যাপারে নিশ্চিত নয় জাপান। যথেষ্ট পরিমাণের ক্লিনিক্যাল ট্রায়ালের আগে এ নিয়ে কিছু বলতে নারাজ তারা। ফুজিফিল্ম তোয়ামা ২০১৪ সালে ফাবিপিরাভির নামের ওষুধটি প্রস্তুত করে।

চীনের উহান ও শেনজেন হাসপাতালের ২০০ রোগীর ওপর ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়। দেখা গেছে, যেসব রোগী ওষুধটি গ্রহণ করেছেন তারা তুলনামূলক কম সময়ের মধ্যে ভাইরাসমুক্ত হয়েছেন। নিউমোনিয়ার মতো লক্ষণগুলোও কমতে দেখা গেছে তাদের মধ্যে।

চীনের জাতীয় বায়োটেকনোলজি উন্নয়ন কেন্দ্রের পরিচালক ঝান জিনমিং বলেন, ফাবিপিরাভির গ্রহণ করা রোগীরা চার দিনের মধ্যে ভাইরাসমুক্ত হয়েছেন। ওষুধটিতে তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি। উহানের আরেকটি ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, ফাবিপিরাভির নিয়ে চিকিৎসা পাওয়া রোগীরা গড়ে আড়াই দিনের মধ্যে জ্বর থেকে মুক্তি পেয়েছেন। অন্য রোগীদের ক্ষেত্রে তাতে সময় লেগেছে চার দশমিক দুদিন। এ ছাড়া চার দশমিক ছয় দিনের মধ্যে কাশির লক্ষণের উন্নতি ঘটেছে ফাবিপিরাভির নেওয়া রোগীদের। অন্য রোগীদের সেখানে সময় লেগেছে আরও এক দশমিক চার দিন বেশি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top