সিডনী শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১


করোনার প্রভাবে জি-৭ সম্মেলন বাতিল করলো ট্রাম্প


প্রকাশিত:
২১ মার্চ ২০২০ ০২:২৫

আপডেট:
২১ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৪০

ফাইল ছবি

প্রভাত ফেরী: বিশ্বব্যাপী মহামারি আকারে প্রাণঘাতী করোনাভাইরাসের ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে আগামী জুনে অনুষ্ঠিতব্য জি-৭ নেতাদের সশরীরে উপস্থিত হয়ে সম্মেলন বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিবর্তে ভিডিও কনফারেন্সে যুক্ত হওয়ার সিদ্ধান্ত হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, মুখোমুখি বৈঠকের পরিবর্তে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘জি-৭’ বৈঠক অনুষ্ঠত হবে।

যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপানকে নিয়ে ‘জি-সেভেন’ গঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার নতুন করে ৫৩৩ জন করোনায় আক্রান্ত হওয়ার পর দেশটির মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪৩২২য়ে গিয়ে দাঁড়িয়েছে। করোনায় দেশটিতে মারা গেছেন ২১৪ জন।

সূত্র: ডেইলি মেইল


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top