সিডনী শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১


বুদ্ধিমত্তার দিক থেকে পৃথিবীসেরা ২৫ টি দেশের তালিকা প্রকাশ


প্রকাশিত:
৩০ মার্চ ২০২০ ০১:৫৭

আপডেট:
২১ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩৭

ফাইল ছবি

পৃথিবীতে মানুষ তার বুদ্ধিমত্তার পরিচয় রেখে যাচ্ছে প্রতিনিয়ত বিজ্ঞানের নানা নিত্যনতুন আবিস্কারের মাধ্যমে। সময়ের সাথে বদলাচ্ছে জীবনযাত্রা, অতি দ্রুত বদলে যাচ্ছে সবকিছু। মানুষের এই যে বুদ্ধিমত্তা, এটিই তাকে পৃথিবী নামক এ গ্রহের অন্যান্য প্রাণী থেকে ব্যতিক্রম করে তুলেছে। পৃথিবীজুড়ে মানুষবে নানা দেশ ও জাতিগত পরিচয়ের মাধ্যমে চিহ্নিত করা হয়। সম্প্রতি বিশ্ববিখ্যাত ফোর্বস ম্যাগাজিন তালিকা প্রকাশ করেছে ২৫ টি সেরা বুদ্ধিমান দেশের।

নানা দেশের মানুষদের শিক্ষা ও বুদ্ধিমত্তায় বিভিন্ন অবদানের ভিত্তিতে ফোর্বস ম্যাগাজিন এই তালিকা প্রনয়ণ করেছে। এক্ষেত্রে তারা বিবেচনায় রেখেছে নোবেল পুরস্কার বিজয়ীর সংখ্যা, নোবেল পুরস্কার বিজয়ের ক্ষেত্রে দেশভিত্তিক তালিকা, দেশটির জনগণের গড়পড়তা বুদ্ধিমত্তা বা আইকিউ স্কোর এবং স্কুল টেস্ট র‌্যাঙ্কিং এর মতো বিভিন্ন বিষয়কে।

তালিকার প্রথম ২৫ টি দেশের সর্বনিম্নে থাকা দেশ হলো সিঙ্গাপুর। তবে সিঙ্গাপুরের মানুষদের গড়পড়তা আইকিউ স্কোর হলো ১০৭.১ যা পৃথিবীর দেশগুলোর মাঝে সর্বোচ্চ। দেশটির স্কুল পর্যায়ের পরীক্ষা গুণগত মানের দিক থেকে সবগুলো দেশের মাঝে ২৯তম স্থান অধিকার করেছে। এই তালিকার মাঝে এশিয়ার বিভিন্ন দেশের ভালো অবস্থান চোখে পড়ার মতো একটি বিষয়। পাশাপাশি ইউরোপের দেশগুলোও স্বাভাবিকভাবেই উপরের দিকে রয়েছে। তবে আফ্রিকার কোন দেশ তালিকাটিতে স্থান পায়নি। অস্ট্রেলিয়ার স্থান হয়েছে তালিকার ১৮ তম স্থানে। অস্ট্রেলিয়া থেকে নোবেল পুরস্কার বিজয়ীর সংখ্যা ১২, অস্ট্রেলিয়ানদের এভারেজ আইকিউ স্কোর ৯৮.৭ এবং অস্ট্রেলিয়ার স্কুল পরীক্ষা ব্যবস্থা গুণগতমানের দিক থেকে পৃথিবীর ৩১ তম স্থানে রয়েছে।

তালিকাতে সবচেয়ে বেশি স্কোরের মাধ্যমে পৃথিবীর এক নাম্বার বুদ্ধিমত্তাসম্পন্ন দেশ হয়েছে জাপান। জাপানে নোবেল বিজয়ীর সংখ্যা ২৬, আইকিউ স্কোর গড়পড়তায় ১০৪.২ এবং স্কুল পরীক্ষা পৃথিবীর মাঝে ৫ম স্থানে রয়েছে। জাপানের পরেই রয়েছে ক্রমানুসারে সুইজারল্যান্ড, চায়না, ইউএস, নেদারল্যান্ডস, রাশিয়া, বেলজিয়াম, ইউকে, কানাডা এবং সাউথ কোরিয়া। প্রথম এই দশটি দেশ পৃথিবীকে বুদ্ধিমত্তার দিক থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে, পরিসংখ্যান তাই বলছে।

তালিকার অন্য দেশগুলোর মাঝে এগারোতম স্থান থেকে ক্রমানুসারে রয়েছে জার্মানী, তাইওয়ান, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, হাঙ্গেরী, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, নরওয়ে, সুইডেন, পোল্যান্ড, ইসরায়েল, চেক রিপাবলিক, ফ্রান্স এবং সিঙ্গাপুর।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top