সিডনী শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১


কাতার এয়ারওয়েজের মাধ্যমে ঢাকা ছাড়লেন ২৬৯ যুক্তরাষ্ট্রের নাগরিক


প্রকাশিত:
৩১ মার্চ ২০২০ ০৫:০৩

আপডেট:
২১ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

কাতার এয়ারওয়েজের এই বিশেষ ফ্লাইটের মাধ্যমে ২৬৯ মার্কিন নাগরিক ঢাকা ছেড়েছেন

প্রভাত ফেরী: কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে ২৬৯ মার্কিন নাগরিক ঢাকা ছেড়েছেন। সেই ফ্লাইটে তাদের পোষা ৭টি কুকুরও ছিল। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়াশিংটন ডিসির উদ্দেশে ছেড়ে যায়। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকা ত্যাগ করা মার্কিন নাগরিকদের মধ্যে কূটনীতিক, পর্যটক ও বাংলাদেশে কর্মরতরা আছেন। ফ্লাইটটি ত্যাগ করার আগে সার্বিক প্রস্তুতি দেখতে মার্কিন রাষ্ট্রদূত দুপুরে বিমানবন্দরে গিয়েছিলেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, নিজ দেশে ফিরে যেতে আগ্রহী ৪৬৩ জনের একটি তালিকা বিমানবন্দরে পাঠায় মার্কিন দূতাবাস। একই সঙ্গে তাদের পোষা ৯টি কুকুরের তালিকাও করা হয়। পরে দোহা থেকে কাতার এয়ারওয়েজের ৩৫৭ জন যাত্রী ধারণে সক্ষম বোয়িং ৭৭৭ উড়োজাহাজ বিকালে ঢাকায় আসে। দূতাবাসের তত্ত্বাবধানে মার্কিন নাগরিকদের চেকইন করা হয়। ফ্লাইটটি ঢাকা থেকে সরাসরি ওয়াশিংটন ডিসিতে যাবে। সেখান থেকে কারও কারও অন্য স্টেটে যেতে হবে। সেই খরচ বেশি হওয়ায় অনেকেই যাত্রা বাতিল করে বিমানবন্দর থেকে ফিরে যান। পরে ২৬৯ জনকে নিয়ে ওয়াশিংটন ডিসির উদ্দেশে যাত্রা করে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটটি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top