সিডনী শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১


করোনায় স্তব্ধ পুরো বিশ্ব: মৃতের সংখ্যা বেড়ে ৩৭ হাজার ৮২০ জন


প্রকাশিত:
৩১ মার্চ ২০২০ ১৭:৩১

আপডেট:
২১ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৫১

ফাইল ছবি

প্রভাত ফেরী: করোনা ভাইরাসে স্তব্ধ পুরো বিশ্ব। এ ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছে ৩৭ হাজার ৮২০ জন। বিবিসি ও আলজাজিরার তথ্য মতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও তিন হাজার ৭১৬ জন। করোনা ভাইরাসে সবচেয়ে বেশি বিপর্যস্ত ইউরোপীয় দেশ ইতালি ও স্পেন। দেশ দুটিতে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিদিন।

ইতালিতে এখন পর্যন্ত মারা গেছেন ১১ হাজার ৫৯১ জন। ইতিমধ্যে করোনাভাইরাসের উৎপত্তি স্থান চীনকেও পেছনে ফেলেছে স্পেন। সেখানে মৃত্যুর সংখ্যা ৭ হাজার ৭১৬ জন।

উৎপত্তির দেশে চীনে ৩ হাজার ৩০৫ ফ্রান্সে ৩ হাজার ২৪ জন। ইরানে ২ হাজার ৭৫৭ জন; আর যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ১৪৮ জন। যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা এক হাজার ৪০৮ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া বিশ্বজুড়ে বর্তমানে ৫ লাখ ৮১ হাজার ২৭২ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ৫ লাখ ৫১ হাজার ৭৮০ জনের অবস্থা সাধারণ। বাকি ২৯ হাজার ৪৯২ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিইউতে রয়েছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top