সিডনী শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১


করোনায় জারিকৃত লকডাউন তুলে নিল ইসরায়েল


প্রকাশিত:
১০ এপ্রিল ২০২০ ২২:২৪

আপডেট:
১০ এপ্রিল ২০২০ ২২:৩২

ফাইল ছবি

প্রভাত ফেরী: করোনাভাইরাসের প্রভাবরোধে ইসরায়েলে জারিকৃত লকডাউন শুক্রবার (১০ এপ্রিল) থেকে তুলে নেয়া হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জেরুজালেম এক প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, ইসরায়েলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯৫ জন এবং ৯২ জন প্রাণ হারিয়েছেন। এখনো গুরুতর অবস্থায় আছেন প্রায় ১২৫ জন।

দেশটির গণপরিবহন ও বিমান চলাচল চালু হওয়ার কথা রয়েছে আগামী রোববার থেকে। এছাড়া সাধারণ মানুষ তাদের বাড়ি থেকে ১০০ মিটার দূরে যেতে পারবে বলে ইসরায়েল সরকারের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে।  তবে লকডাউন তুলে নেয়া হলেও ইসরায়েলের লোকজন জরুরি প্রয়োজন ছাড়া এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করতে পারবেন না।

ইসরায়েলে করোনাভাইরাসে আক্রান্ত ছয়জন গুরুতর অসুস্থ রোগী বিশেষ ধরনের চিকিৎসায় সুস্থ হয়েছেন। যা করোনা চিকিৎসায় কার্যকরী ভূমিকা রাখবে বলে দাবি করছে দেশটির বিজ্ঞানীরা।

জানা গেছে, সুস্থ হওয়াদের মধ্যে চারজন রোগীর কার্ডিওভাসকুলার এবং কিডনিসহ অন্যান্য অঙ্গপ্রতঙ্গ বা সিস্টেমে্ও সমস্যা ছিল। এছাড়া ওই ছয়জনই করোনার কারণে তীব্র শ্বাসযন্ত্রের এবং প্রদাহজনিত জটিলতায় ভুগছিলেন। পরে চিকিৎসকরা প্লুরিস্টেমে প্লাসেন্টা-ভিত্তিক সেল-থেরাপি দিয়ে তাদের সারিয়ে তুলেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top