সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


২৪ স্ত্রী ও ১৪৯ সন্তান তার! গৃহবন্দির আদেশ আদালতের


প্রকাশিত:
৩ জুলাই ২০১৮ ১৫:৩৩

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৪:০১

২৪ স্ত্রী ও ১৪৯ সন্তান তার! গৃহবন্দির আদেশ আদালতের

২৪ স্ত্রী রাখার দায়ে উইন্সটন ব্লাকমোর নামের ৬১ বছর বয়সী এক ব্যক্তিকে ছয়মাসের গৃহবন্দির আদেশ দিয়েছে ব্রিটিশ-কলম্বিয়া সুপ্রিম কোর্ট। তার ১৪৯ সন্তানও রয়েছে। সংবাদ মাধ্যম স্টার ভ্যানকুভারের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।



জানা গেছে, বহুবিবাহের দায়ে সম্প্রতি দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন ব্রিটিশ-কলম্বিয়া সুপ্রিম কোর্টের বিচারপতি।উইন্সটন ব্লাকমোর ২৪ স্ত্রী এবং জেমস অলার নামের অপরজন ৫ স্ত্রী রাখার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।



ওই আদালত ব্লাকমোরকে ছয়মাসের গৃহবন্দির আদেশ দিয়েছে। আদেশে বলা হয়েছে, গৃহবন্দি থাকাকালীন ব্লাকমোর কাজের জন্য বাইরে যেতে পারবেন এবং জরুরী চিকিৎসা সেবা নিতে পারবেন।



এদিকে, একই আদালত জেমস অলারকে তিনমাসের গৃহবন্দির আদেশ দিয়েছে।



আদালতে বলেছে, ব্লাকমোরকে সর্বমোট ১৫০ ঘণ্টা এবং অলারকে ৭৫ ঘণ্টা জনসেবামূলক কাজ করতে হবে।



বিচারক বলেন, ব্লাকমোরের ১৪৯ জন সন্তান।ধর্মীয় বিশ্বাসই তাকে এ পথে পরিচালিত করেছে, সন্দেহ নেই।



সূত্র: ফক্স নিউজ


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top