সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


ভারত আমার জন্য সুরক্ষিত মনে না হওয়া পর্যন্ত ফিরবো না: জাকির নায়েক


প্রকাশিত:
৫ জুলাই ২০১৮ ০৪:৪৩

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৫২

ভারত আমার জন্য সুরক্ষিত মনে না হওয়া পর্যন্ত ফিরবো না: জাকির নায়েক

যতদিন  ভারত আমার জন্য সুরক্ষিত ও নিরাপদ বলে মনে হবে না  ততদিন দেশে ফেরার কোনও সম্ভাবনা নেই। বললেন ড. জাকির নায়েক।

গত দুইদিন ভারতের কয়েকটি  সংবাদমাধ্যমে ড. জাকির নায়েকের দেশে ফেরার খবর প্রকাশ করা হয়। কিন্তু তার দেশে ফেরার কোনও খবর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও ছিল না বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়। কোনো কোনো সংবাদ মাধ্যম জানায়, জাকির নায়েক মঙ্গলবার রাতে মালয়েশিয়া থেকে ভারতের উদ্দেশে বিমানে রওনা হয়েছেন।

 pran তবে আজ বুধবার জাকির নায়েক নিজেই তার দেশে ফেরার বিষয়ে জানিয়েছেন। তিনি বলেছেন তার দেশে ফেরার খবরটি পুরোপুরি ভুয়া। শিগগিরই তার দেশে ফেরার কোনও সম্ভাবনা নেই।



জাকির নায়েকের আইনজীবী দাতো সাহারুদ্দিনের মাধ্যমে এক বিবৃতি দিয়ে তিনি আরও বলেন, ‘আমার দেশে ফেরার খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া।

 যতদিন না ভারত আমার জন্য সুরক্ষিত বলে মনে হয় ততদিন দেশে ফেরার কোনও সম্ভাবনা নেই।

২০১৬ সালে ঢাকায় গুলশনে হলি আর্টিজান বেকারিতে হামলাকারী জঙ্গিরা  জাকির নায়েকের প্রচারে প্রভাবিত হয়েছিল বলে অভিযোগ ওঠে।  এর পর পরেই তিনি ভারত থেকে সৌদি আরব চলে যান।তবে এখন তিনি মালয়েশিয়ায় আশ্রয় পেয়েছেন।

২০১৬ সালের নভেম্বর মাসে ইউএপিএ ও ফৌজদারি দণ্ডবিধির নানা ধারায় জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এনআইএ। তার স্বেচ্ছাসেবী সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকেও নিষিদ্ধ করা হয়। নায়েকের বিরুদ্ধে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও উস্কানি দেওয়ারও অভিয়োগ রয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top