সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


ব্রেক্সিট ইস্যুতে , ব্রিটিশ মন্ত্রীদের পদত্যাগের হিড়িক


প্রকাশিত:
১০ জুলাই ২০১৮ ০২:৫৪

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৩১

ব্রেক্সিট ইস্যুতে , ব্রিটিশ মন্ত্রীদের পদত্যাগের হিড়িক

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে ব্রেক্সিট ইস্যুতে মতপার্থক্যের কারণে দেশটির মন্ত্রিসভায় পদত্যাগের হিড়িক পড়েছে। গত ২৪ ঘণ্টায় তিনজন মন্ত্রী পদত্যাগ করেছেন।



সোমবার পদত্যাগ করেন ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস। তার পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই দ্বিতীয় সিনিয়র মন্ত্রী হিসেবে পদত্যাগ করেন পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। এর আগে পদত্যাগ ব্রেক্সিট দপ্তরের উপমন্ত্রী স্টিভেন বেকার। 



ব্রেক্সিট পরিকল্পনা মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার দুই দিনের মাথায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে অনেক টরি এমপির মতদ্বৈততার সৃষ্টি হয়। এই মতদ্বৈততা থেকেই একের পর সদস্যের পদত্যাগের ঘটনা ঘটছে।



জনসনের পদত্যাগের কয়েক ঘণ্টা পর থেরেসা মে’র ডাউনিং স্ট্রিট কার্যালয় থেকে বলা হয়েছে, “আজ (সোমবার) পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বরিস জনসনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। শিগগিরি তার জায়গায় নতুন মন্ত্রী নিয়োগ করা হবে। জনসনের কাজের জন্য থেরেসা মে তাকে ধন্যবাদ জানিয়েছেন।”



জনসনের পদত্যাগ প্রধানমন্ত্রী থেরেসা মে’কে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছে এবং চলমান সঙ্কটকে আরও কঠিন করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।



এদিকে, থেরেসা মে পরিকল্পনা নিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর এ জোটের সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক রক্ষা করতে চান। বরিস জনসন এ পরিকল্পনার সমালোচনা করেছেন। গত শুক্রবার মন্ত্রিসভায় এ পরিকল্পনা পাস হয়েছে তবে এরপর থেকে বরিস জনসন এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করা থেকে বিরত ছিলেন।



বরিস জনসনের পদত্যাগের পর ব্রেক্সিট নিয়ে সংকট আরো গভীর হবে এবং থেরেসা মে সম্ভবত অনাস্থা ভোটের মুখে পড়তে পারেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top