সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

বইমেলায় আসছে প্রত্যয় প্রকাশনীর ১৭টি বই


প্রকাশিত:
১৪ ফেব্রুয়ারি ২০২২ ০১:১৪

আপডেট:
১৪ ফেব্রুয়ারি ২০২২ ০৬:১৫

 

এবারের একুশে বইমেলা ২০২২ এ আসছে প্রত্যয় প্রকাশনীর ১৭টি বই। সত্ত্বাধিকারী এস.এ.বি. শাহানারা পারভীন (শাহান আরা জাকির) এর প্রকাশনা সংস্থা 'প্রত্যয় প্রকাশন'এর নুতন প্রকাশিত নান্দনিক এ গ্রন্থগুলো পাওয়া যাবে সহরাওয়ার্দী উদ্যান এর মনমুগ্ধকর লেকপাড়ে স্টল নং #৩৫৩ এ। 

এ বছর প্রত্যয় প্রকাশনী থেকে প্রকাশিত বইগুলোর মাঝে আছে জনপ্রিয় কথাসাহিত্যিক, গবেষক এবং প্রাবন্ধিক সেলিনা হোসেনের ৩টি বই। থাকছে ভ্রমণ বিষয়ক উপন্যাস ঝর্ণাধারার সঙ্গীত এবং শিশুতোষ গল্প শিমুলের স্বপ্ন এবং শহীদ দিবসের শহীদ মিনার। 

 

জনপ্রিয় কার্টুনিস্ট, রম্য সাহিত্যিক এবং লেখক আহসান হাবীবের একা এবং একা। 

প্রত্যয় প্রকাশনীর স্টলে থাকছে প্রকাশনীর সত্ত্বাধিকারী নাট্যকার, লেখক ও গবেষক এস.এ.বি. শাহানারা পারভীন (শাহান আরা জাকির) এর লেখা ৫টি বই- বিজ্ঞান ও আবিষ্কার, বিজয়লক্ষ্মী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা, সোনালী ডানার হাস, ছড়া ছবিতে বর্ণমালা এবং নন্দিত কাব্য। 

 

নাট্যকার, লেখক ও গবেষক শাহান আরা জাকিরের সম্পাদনায় প্রকাশিত হয়েছে "আপন আলোয় আলোকিত কাজী জাকির হাসান" 

স্টলে থাকছে সিডনী থেকে প্রকাশিত জনপ্রিয় পত্রিকা প্রভাতফেরীর প্রধান সম্পাদক শ্রাবন্তী কাজী আশরাফীর বই ডাইনোসরের দেশে। 

 

শিশু সাহিত্যিক এবং বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক খালেক বিন জয়েনউদদীন এর গ্রন্থ চাঁদ উঠেছে ফুল ফুটেছে।

 

এছাড়াও এবারের বইমেলায় প্রত্যয় প্রকাশনীর স্টলে থাকছে সাহিত্য অকাদেমি পুরস্কার, বঙ্কিম পুরস্কার এবং যুগশঙ্খ পুরস্কারপ্রাপ্ত লেখক অমর মিত্রের গ্রন্থ ধ্রুবপুত্র। কবি ও লেখক ফারুক নওয়াজের গ্রন্থ হারিয়ে যাওয়া হয় না আমার, লেখক শ্রী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের গ্রন্থ রূপকথার গল্প এবং কথাসাহিত্যিক ও সংবাদ উপস্থাপক ফাতিমা আফরোজ সোহেলী রচিত টঙের যত ঢঙ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top