সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

”মহাকাব্যের অমরগাঁথা জাতির পিতা বঙ্গবন্ধু” বইয়ের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত


প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২০ ০৯:৩৪

আপডেট:
৩০ এপ্রিল ২০২০ ১০:৪৬

”মহাকাব্যের অমরগাঁথা জাতির পিতা বঙ্গবন্ধু” বইয়ের মোড়ক উন্মোচন

 

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ”মহাকাব্যের অমরগাঁথা জাতির পিতা বঙ্গবন্ধু” নামক শীর্ষক বই লিখেছেন খ্যাতিমান লেখক, নাট্যকার, ও গবেষক শাহান আরা জাকির। বইটি প্রকাশ করেছে প্রত্যয় প্রকাশন।

প্রখ্যাত লেখক সেলিনা হোসেনকে ফুল দিয়ে অনুষ্ঠানে বরণ করে নেন লেখক শাহান আরা জাকির

শনিবার এক বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে বঙ্গবন্ধু এর জন্মশত বর্ষ উপলক্ষে “মহাকাব্যের অমরগাঁথা জাতির পিতা বঙ্গবন্ধু” শীর্ষক গবেষনা গ্রন্থটির প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচনের মাধ্যমে বইটি গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়।

শনিবার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় দীপনপুর, ২৩০ নিউ এ্যালিফ্যান্ট রোড, ২য় তলা  ঢাকা ১২০৫ এ প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আগত অতিথিরা

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রখ্যাত কথাশিল্পী সেলিনা হোসেন। অনুষ্ঠানের শুরুতে সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন লেখক শাহান আরা জাকির।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেগম রোকেয়া পদকে ভূষিত কথা সাহিত্যিক বেগম রাজিয়া হোসাইন ও লেখিকা সেলিনা খালেক,  লেখিকা অধ্যাপক অনামিকা হক লিলি, বাংলাদেশ বেতার এর পরিচালক নাসরুল্লাহ মোহাম্মদ ইরফান, কথাসাহিত্যিক দিলারা মেসবাহ, কথাশিল্পী মোজাম্মেল হক নিয়োগী, সাহিত্যিক খালেক বিন জয়েন উদ্দিন, লেখক ও গবেষক সালেক খোকন এবং ড. তপন বাগচীসহ প্রমূখ।

মঞ্চে উপস্থিত সম্মানীত অতিথিবৃন্দ

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top