সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

অণুগল্প - সমর্পণ : কণিকা দাস


প্রকাশিত:
১ মার্চ ২০২০ ০৭:২৩

আপডেট:
১৩ এপ্রিল ২০২০ ০১:৩০

 

জীবনের অনেক চড়াই-উৎরাই পাড় করে যেদিন এই 'শান্তিনীড়' বৃদ্ধাশ্রমকেই শেষ আশ্রয় মেনে নিয়ে চলে এলো,সেদিন তার পিছনে ফেলে আসা অতীত বারবার নাড়া দিচ্ছিল।কুমারী মৃন্ময়ী সেন তার সর্বস্ব দিয়েছে যে ভাই আর ভাইপোদের তারাই আজ তার ঠিকানা চিনিয়ে দিল!১০২ নম্বর ঘরের চাবি হাত বাড়িয়ে নিতে গিয়ে শুনতে পেল ১০৪ নম্বরের বাবুটি আবার অসুস্থ হয়ে পড়েছেন। মৃন্ময়ীর সেবিকা মন জেগে উঠল।পায়ে পায়ে এগিয়ে গেল সেই ঘরটির দিকে ভূতপূর্ব সিনিয়র নার্স মৃন্ময়ী সেন.....।

আজ প্রকাশ মিশ্রের শারীরিক অবস্থা অনেক ভাল। তিনদিন প্রায় অচেতন অবস্থা কাটিয়ে উঠতে পেরেছেন মৃন্ময়ীর সেবা আর এই আশ্রম কতৃপক্ষের সহযোগিতায়।প্রকাশ মিশ্রের দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়তেই মৃন্ময়ী তা মুছে দিয়ে বলে- এখন তো পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। আর কোন চিন্তা নেই। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে যে যার ঘরে চলে যায়।মৃন্ময়ী পিছন ফিরতেই হাত টেনে ধরেন প্রকাশ।খুব নীচু স্বরে বলেন, আমি অন্যায় করেছি মৃন্ময়ী।তোমার দারিদ্র্যতা নিয়ে বিদ্রুপ করেছি। লোভী বলেছি।চরম অপমান করে দূরে সরিয়ে দিয়ে তোমার জীবনটাকে পাঁকে ডুবিয়ে দিয়েছি। এমনকি তোমার চরিত্র নিয়ে কটাক্ষ করে তোমাকে নার্সিংহোম থেকে বের করে দিয়েছিলাম।তোমার ভালবাসাকে অস্বীকার করেছিলাম অন্ধ মোহে পড়ে।সেই তুমি....!

মৃন্ময়ী সংযত সুরে বলে- আমি তো সেবিকা স্যার।সেবাই যে আমার ধর্ম।আপনার জায়গায় অন্য কেউ হলেও আমি তাই করতাম।আপনি সুস্থ হয়ে গেছেন,এখন আমার ছুটি। আমার অহঙ্কার কেমন ধুলোয় লুটিয়ে পড়েছে দেখো। আজ তুমি আর আমি একই সমতলে অবস্থান করছি।তুমি আমায় আর আকাশ বলে ডাকবে না? দেখো আমি তোমার সেই আকাশ। যে আকাশে কালো মেঘ জমেছিল,বৃষ্টি হয়ে ঝরে পড়ে ঝকঝকে এক নীল আকাশ হয়ে গেছে।

বিদ্রুপের হাসি হেসে মৃন্ময়ী বলে--- জীবন থেকে অনেক বসন্ত চলে গিয়েছে স্যার।এখন গ্রীষ্মের খরতাপে দগ্ধ জীবনে আমি উষর 'মাটি'।আপনারই দেওয়া নাম।মাটি আর আকাশে যে অনেক অনেক দূরত্ব। আমায় যেতে দিন।মৃন্ময়ী পিছন ফিরতেই ডা. প্রকাশ মিশ্রের হাতটা ক্রমশ শিথিল হতে থাকে। মৃন্ময়ীর এতক্ষণ ধরে চেপে রাখা চোখের জল এবার বাঁধ ভাঙ্গে সবার অগোচরে।

 

কণিকা দাস
লেখক ও সংগঠক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top