এপর্যন্ত করোনার টিকা নিয়েছেন ৭৭,৬৬৯ জন


প্রকাশিত:
৯ ফেব্রুয়ারি ২০২১ ১৮:০২

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০২:৪৮

 

প্রভাত ফেরী: করোনাভাইরাসের সংক্রমণ রোধে রোববার (০৭ ফেব্রুয়ারি) সকালে দেশে ব্যাপকভাবে টিকাদান কর্মসূচি শুরু করা হয়। টিকাদানের দ্বিতীয় দিনে ৪৬ হাজার ৫০৯ জন টিকা গ্রহণ করেছেন। এরমধ্যে ৩৫ হাজার ৮৪৩ জন পুরুষ এবং ১০ হাজার ৬৬৬ জন নারী। এছাড়া গতকাল (০৮ ফেব্রুয়ারি) সোমবার বিকেল সাড়ে ৬টা পর্যন্ত টিকাদানের জন্য অনলাইনে সর্বমোট নিবন্ধন করেছেন ৫ লাখ ১২ হাজার ৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকাদান শুরু হওয়ার পর সব মিলিয়ে গত দুই দিনে ৭৭ হাজার ৬৬৯ জন করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন। এর মধ্যে ৫৯ হাজার ৭০০ জন পুরুষ এবং ১৭ হাজার ৯৬৯ জন নারী টিকা গ্রহণ করেছেন।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারা দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ টিকা দেওয়া হচ্ছে। টিকাদানের প্রথম দিন মোট ৩১ হাজার ১৬০ জনকে টিকা দেওয়া হয় বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে রোববার টিকাদান সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল।

বর্তমানে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৭০ লাখ ডোজ রয়েছে এবং করোনার টিকা নিতে চাইলে http://www.surokkha.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top