সিডনী বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


আটকের পাঁচ দিন পর ‘বাংলার অগ্রদূত’ জাহাজটি জার্মানির বন্দরে মুক্ত


প্রকাশিত:
২৮ আগস্ট ২০২১ ২০:৫৩

আপডেট:
২৮ আগস্ট ২০২১ ২১:০৯

 

প্রভাত ফেরী: জাহাজটির নাম ‘এমটি বাংলার অগ্রদূত’। গত ২৩ আগস্ট জার্মানির ব্রেমেন বন্দরে জাহাজটি আটক করা হয়। বন্দরে আটকে থাকা বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজটি ছাড়া পেয়েছে। অর্থাৎ আটকের পাঁচ দিন পর ছাড়া পেল জাহাজটি।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর সুমন মাহমুদ শনিবার জানিয়েছেন, বাংলাদেশ সময় শুক্রবার রাতে জাহাজটি ব্রেমেন বন্দর ত্যাগ করেছে।

ইউরোপিয়ান মেরিটাইম সেফটি এজেন্সির ওয়েবসাইটের তথ্য বলছে, জাহাজটি রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি)। এটি তেল পরিবহনকারী জাহাজ।

জাহাজটি ৩৯ হাজার টন তেল পরিবহনে সক্ষম। বর্তমানে বাংলার অগ্রদূত সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠানের জন্য ভাড়ায় খাটলেও সামগ্রিক তত্ত্বাবধান করে থাকে বিএসসি। জাহাজটিতে কর্মরত রয়েছেন বাংলাদেশি নাবিকরা।

বলা হয়েছে— জার্মানির ওই বন্দরে ২৭টি ত্রুটি পাওয়া যায় এমটি বাংলার অগ্রদূতে। ফলে গত ২৩ আগস্ট ব্রেমেন বন্দরে আটকা পড়ে বিএসসির জাহাজটি। 

এ ঘটনার পর বাংলাদেশের জাহাজ নিবন্ধনকারী কর্তৃপক্ষ ‘মার্কেন্টাইল মেরিন অফিস’র পক্ষ থেকে উদ্বেগ দেখিয়ে পৃথক আদেশ দিয়ে বিদেশগামী জাহাজগুলোকে নিয়ম মেনে চলতে বলা হয়।

মার্কেন্টাইল মেরিন অফিসের পক্ষ থেকে একটি অফিস অর্ডার জারি করা হয়। জার্মানির পোর্ট স্টেট কন্ট্রোল (পিএসসি) এসব ত্রুটি চিহ্নিত করে।

পিএসসির প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন গিয়াস উদ্দিন আহমেদ শনিবার দেশের এক গণমাধ্যমকে বলেন, জাহাজে যেসব ত্রুটি ছিল সেগুলো ঠিক করার পর জার্মান বন্দর ত্যাগের অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর সুমন মাহমুদ জাহাজটির আটকের বিষয়টি সরাসরি স্বীকার না করলেও ত্রুটি থাকার বিষয়টি বলেছিলেন।
 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top