সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


ফসল (হিন্দি কবিতা) : কেদারনাথ সিং; অনুবাদ: স্বপন নাগ


প্রকাশিত:
২২ আগস্ট ২০২০ ২৩:৪৭

আপডেট:
২৩ আগস্ট ২০২০ ০০:৫৫

ছবিঃ কবি কেদারনাথ সিং ও অনুবাদক স্বপন নাগ

 

খুব কাছ থেকে তাকে চিনতাম --
তার ছিল ছোট্ট একটা পৃথিবী,
আর অনেক ছোট ছোট স্বপ্ন।
পরিত্যক্ত পোড়া মাটির টুকরোয় ভরা
সে- দুনিয়ায় পূর্বজেরা যেমন থাকতো,
যারা জন্মায়নি এখনও, থাকতো তারাও।

ভেড়া খুব পছন্দ করতো সে
জানতো, উল খুব দরকার।
এও বলতো, তার চেয়েও দরকার
ভেড়ার বাঁটের উষ্ণতা --
যাতে খেতের মাটি উর্বর হয়ে ওঠে।

মহুয়া তার বন্ধু ছিল,
আম ছিল তার দেবতা,
বাঁশ , বাবুল -- স্বজন পরিজন তার।
আর হ্যাঁ, তার দুনিয়ায় ছিল এক নির্জলা নদী,
যা দেখে তার মনে হতে কখনো --
নদীকে তুলে নিই নিজের কাঁধে
আর নিয়ে চলি সোজা গঙ্গা অব্দি,
অন্তত দু'জনে আবার মিলিত হোক !
কিন্তু গঙ্গার কথা ভাবতেই নিজেকে
ঢাল তলোয়ার হীন নিধিরাম বলে মনে হত।

এদিকে, কয়েক বছর ধরে, মাটি ফুঁড়ে
শেকড় ছুঁয়ে উঁকি মারে যখন গোল গোল আলু,
অথবা হাওয়ার দোলায় যখন
শস্যভারে ঝুঁকে পড়ে পাকা ফসল,
কেন যেন সে একেবারে নীরব হয়ে যেত।

ব্যস্, ওই অব্দি গিয়েই আটকে যেত তার গাড়ি,
সূর্যোদয় আর সূর্যাস্ত বিশাল যার চাকা !

লোকে বলে, সেই দিনটা ছিল রোববার,
আর বেশ খুশিই ছিল সে সেদিন।
পড়শীর বাড়ি গিয়ে আলুর দরদাম করা,
বৌয়ের সঙ্গে হাসি-মজা করা --
'পুজোয় যদি ঘেঁটুফুল দিই, কেমন হয় ?',
এমনকি গলির কুকুরগুলোকেও মজা করে
বলেছিল, 'মস্ত্ রহো, খুশ্ রহো সব !'
এ সব বলে সে বেরিয়ে গেছিল ।

কোন্ দিকে ? কেন ? কোথায় যাচ্ছিল সে ?
মিডিয়া এখন সরগরম এ সব নিয়েই !

এটা হত্যা না আত্মহত্যা,
আপনাদের ওপরেই ছেড়ে দিলাম।
সে এখন রাস্তার ধারে
জংলী ঘাসের মধ্যে পড়ে আছে,
দুই ঠোঁটে তার চাপা আছে মৃদু একটা হাসি ...

সে বড় খুশিতে ছিল সেদিন !


কবি কেদারনাথ সিংঃ ১৯৩৪ সালের ৭ই জুলাই উত্তর প্রদেশের বস্তি জেলার চকিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কবি কেদারনাথ সিং। সহজ সরল ভাষায় মাটির কাছাকাছি উচ্চারণে বিশিষ্ট তার কাব্যচর্চা। 'য়ঁহা সে দেখো', 'জমীন পক রহী হ্যায়', 'অকাল মে সারস' প্রভৃতি তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ। 'অকাল মে সারস'কাব্যগ্রন্থের জন্য তিনি আকাদেমি পুরস্কার পান। সারা জীবনের কাব্যকৃতির জন্য তাঁকে জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত করা হয় ২০১৩ সালে। ২০১৮ সালের ১৯শে মার্চ কবি কেদারনাথ সিং প্রয়াত হন।
অনূদিত কবিতাটি কবির জীবদ্দশায় প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ 'সৃষ্টি পর পহরা' থেকে নির্বাচন করা হয়েছে।

অনুবাদঃ স্বপন নাগ
কবি ও লেখক, উত্তর ২৪ পরগনা, ভারত



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top