সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


কাফনে মোড়ানো পৃথিবী : বাসু দেব নাথ


প্রকাশিত:
২৩ আগস্ট ২০২০ ২১:৪৬

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৪

 

কমরেড
এই পৃথিবী আজ শাদা কাফনে মুড়িয়েছে
সব জড়তা স্থির
চলতে শুরু করেছে বিমূর্তায়নের পথে।

কমরেড
বোতলের ছিপিটা খুলে দাও
সভ্যতা মাতাল হতে চায় ---
লাশ দাফন করতে গেলে, লাশ হয়
ঝলসানো পচা গন্ধ ভাসে।
ঝাঁজালো গন্ধ পৃথিবীর বুক উবে ওঠে যায় মহাকাশে।
পৃথিবীতে আজ গোরস্থান নেই, গোরস্থানেই পৃথিবী।
বিশ্বাস কর --
এতবড় কফিন আমি আগে কখনও দেখিনি ;
কুবিন্দুর নড়বড়ে পেরেকে দুলছে আমার সত্ত্বা।

কমরেড
আঁধারের স্পর্শে পালিয়ে যেও না
তুমি ব্যতিরেক আমি ভীষণ একা।
আমি আজ অনুসন্ধিৎসু, এক কিংবদন্তীর খোঁজে।
আমার সাথী হও কমরেড; সশরীরে।
আর ছায়া হয়ে থেকো না মরম অন্তরালে।
কাফনে মোড়ানো পৃথিবীর দোহায় তোমার....

বাসু দেব নাথ
সীতাকুণ্ড, চট্টগ্রাম

ছবি সত্ত্বঃ আনিসুল কবীর



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top