সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


স্বপ্নের মানচিত্র : হরিশঙ্কর কুন্ডু


প্রকাশিত:
২৪ আগস্ট ২০২০ ২৩:১৯

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১২:৪২

 

গভীর রাত্রি চিরে চলেছে একটি জলযান 
তার ডেকের উপর দাড়িয়ে আছি
পাঁচটি মহাদেশের প্রতিনিধিরা
খুঁজে বেড়াচ্ছি এক নিশ্চিত স্বপ্ন
আর অলৌকিক লক্ষ্যের গুপ্তধন
তাই হদিস পড়েছে অমূল্য মানচিত্রের

মাথার উপর গিলে খাচ্ছে এক গহ্বর আকাশ
কিংবা সর্বগ্রাসী সমুদ্রের শূন্যতায় পেরিয়ে যাচ্ছি
ইতস্তত জেগে থাকা নির্জীব কয়েকটা দ্বীপ
কিছুতেই মিলছেনা স্বপ্ন
তবুও নীল সমুদ্রের ঢেউ পেড়িয়ে এগোচ্ছে জাহাজ
অজানা এক ভূখন্ডের উদ্দেশ্যে
হয়তবা কোন জনপদ ঘিরে আছে সেই দেশ
কিংবা নির্জন সমুদ্র সৈকতে মায়ামাখা দ্বীপ

শঙ্খচিলের ডানায় অনবরত ঢেউ উঠছে
নীল ঘননীল উথাল-পাথাল করছে আদিগন্ত সমুদ্র
একদিকে মায়াবী হাতছানি
অন্যদিকে বিপদসঙ্কুল পথ
পাড়ি দিচ্ছে ভবিতব্যের জাহাজ
গোপন মানচিত্রকে খুঁজে ফিরছে সবাই

ক্যাপটেন হেনরি বললেন
আমরা সেই ভূখণ্ডেই যাচ্ছি
যেখানে মাটি খুঁড়লে মিলবে স্বর্ণখনি
হাওয়ায় ভাসবে বাতাসিয়ার আদর
আকাশে সাদা মেঘের ভেলায় ভাসবে
তৃষ্ণিত চাতকের বেঁচে থাকা বৃষ্টিস্নাত জলজ জীবন

এক সহযাত্রী মিখাইল বললেন
আমরা চলেছি এমন এক দেশে
যেখানে মানুষে মানুষে কোন ভেদাভেদ নেই
শ্রেণী বিন্যাস নেই
এবং লোভও নেই
অতএব ক্ষমতার কোন দখলও নেই

গালিব আপনি আকন্ঠ সুরা পাণ করে
আলাপ ধরেছেন প্রহরে প্রহরে
যেন সেই জনপদকে আমরা দেখতে পাচ্ছিলাম
সরোদের মূর্ছনায় জেগে উঠছে সোনার মত ভূখন্ড
ইমন থেকে ভৈরবীর তানে প্রগাঢ়ে প্রগাঢ়ে
সুরসাগরে ভেসে যাচ্ছে গাঢ় নীল রাত্রি

লিয়োনার্দো আপনার ক্যানভাসে আঁকছিলেন
একটি সবুজ দ্বীপের ছবি
নানান রঙে রঙীন হয়ে  উঠছিল এই সুন্দর জগৎ
তার থেকে ইউক্যালিপটাসের গন্ধ ভেসে আসছে
সব পেয়েছির দেশের পাখিরা গান গাইছে
রোদে ও জ্যোৎস্নায় জেগে আছে পরশ পাথর

তবু কেউ কিছুতেই খুঁজে পাচ্ছিল না কাঙ্খিত মানচিত্র
কার কাছে পাওয়া যাবে অবিশ্বাস্য নকশা
এক সন্ধিহান চোখে সবাই সবাইকে দেখছিল
জলে ও আকাশে সর্বত্র গ্রাস করছে নিষ্ঠুর থাবা

আমিই পঞ্চপুরুষের শেষ পুরুষ
এই দেখো স্বজ্ঞানে স্বীকার করছি
আমার স্বপ্নের মধ্যে বিরাজ করছে প্রিয় মানচিত্র
মননে ভেসে আসছে অপরূপ সোনার ভূখন্ড
এক সুগন্ধি বাতাস বয়ে যাচ্ছে ফুসফুসে
বিটফোনের সুরের মূর্ছনায় জাগছে নীলকমল রাত্রি
পরশে পরশে ছুঁইছে সোনা-রূপো'র কাঠি
কল্পিত বোধের এ জীবনদর্শন
আমি খুঁজে পেয়েছি
ইউরেকা
স্বস্তির ইউরেকা
প্রশান্তির ইউরেকা

হরিশঙ্কর কুন্ডু
কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top