সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


ঔইরাবতী : আবির হাসান সায়েম


প্রকাশিত:
২৭ আগস্ট ২০২০ ২২:১৮

আপডেট:
২৭ আগস্ট ২০২০ ২২:২৭

 

যদি কান্নার জলে ডুবে যায় শহর,
মনের মধ্যে জমতে থাকে বিন্দু নীল বেদনা।
যদি আকাশে বিষন্ন আলো ছড়াতে শুরু করে,
তবে কষ্টগুলোকে পুষে রেখে তুমি কেঁদো না।

রংধনুর রং ধুসর হতে শুরু করলেই,
তুমি চলে যেও সবুজ ছাউনি তলে।
যেখানে, মন পাখিরা পাখা মেলে দিকবিদিক উড়ে বেড়ায়,
সদ্য জন্মানো কচি পাতা দিয়ে শিশুরা খেলে।

তুমি চলে যাও তাদের কাছে,
যারা-
"শুধু নিউট্রন বোমা না ,
মানুষের মনও বোঝে।"
তুমি আজই বেড়িয়ে পরো ওইরাবতী,
সেই সবুজ ছাউনির খোজে।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top