সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


কবি-আখ্যান : ড.জনা বন্দ্যোপাধ্যায়


প্রকাশিত:
২৭ আগস্ট ২০২০ ২৩:১৬

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৯

 

কবির জন্মদিনের সন্ধ্যেটা ছিল উদ্দাম !
আমোদিত ফুল, পানীয়, কনসার্ট, 
নারীদের প্রগলভতা, মোমবাতি জ্বালানোর 
মতো উৎফুল্ল কিছু মুহূর্ত ঢেকে দিয়েছিল 
সব অন্ধকার !
তবু বেশীক্ষণ ভালো লাগেনি এসব ।
কবি অস্থির হয়ে খুঁজছিলেন বিষণ্ন স্পন্দনগুলো,
যা তার একান্ত আপন !
এক একটি সৃষ্টির অর্থ নিজেকে নি:স্ব 
করে দেওয়ার অঙ্গীকার !
তাই নিরাসক্ত যোগীর মতো কবি 
হেঁটে যান সূর্যাস্তের পাড়ে !
শুধু তাঁর বালুচরী স্বপ্নগুলো 
রোদ-বৃষ্টি মেখে মেতে ওঠে শব্দ-খেলায় !

 

ড.জনা বন্দ্যোপাধ্যায়
অধ্যাপিকা, বিষয় -সংস্কৃত, পশ্চিমবঙ্গ, ভারত 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top