সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


আজ থেকে অবনী : মোহাম্মদ আলী ফয়সাল


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২০ ০০:৩২

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩১

 

প্রাচীন বটের শিকড় যতোটা গভীরে
ততোটাই প্রবীণ আমাদের পরিচয়।
কি এমন নিষিদ্ধ প্রলয়
মানুষের ঘর কেটেকুটে খায়।
ওই দ্যাখো আমাদের সীমানার কাছে
কে দাঁড়ায়ে আছো আগন্তুক তুমি?
আমি কি তোমার পরিচিত
অথবা আমার পরিচিত তুমি?
তবে আরেকটু দাঁড়াও, যেওনা
কে জানি আমার সবকিছু নিয়ে যায়।
তুমি হয়তো আমার ভূগোল; ভৌগোলিক!
বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক কেন্দ্রবিন্দু,
এক ঘর আঁধারি ব্লাক আউট শেষে
এক স্তূপ সাদা আলো।
আমায় একটু মায়া দিবে বলো!
আমরা কি আহিত হয়েছি?
আমার দ্বারা তুমি অথবা তোমার দ্বারা আমি।
তবে শোনো; অনিয়ম হবে নিয়ম
রাজপথে প্রভাতফেরি হবে আমাদের।
তুমি জলপাইয়ের নিচে দাঁড়িয়ে থেকো আগন্তুক।
আরেকটু গভীরে গিয়ে দ্যাখো
চাঁদ-তারা নিয়ে কি করছি আমি,
তোমার জন্যে গড়ছি নতুন এক পৃথিবী।
তুমি কি অনল?
অনীলের মাঝে জ্বলে ওঠো কী তুমি?
যদি এই নামে ডাকি; সাড়া দিও তুমি
আগন্তুক, তুমি আজ থেকে অবনী।
সমুদ্রের বুকে যতো জল
আকাশের আছে যতো নীল,
তুমি ততোখানি আমার, একটাই ধরনী।



মোহাম্মদ আলী ফয়সাল
ঢাকা, বাংলাদেশ



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top