সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


শরৎশোভা : নাহার ফরিদ খান


প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২০ ২১:১২

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩০

 

শরৎশোভায় এই অবনী কেমন ঝলমল
আকাশটাতো নীলাম্বরী ছুটছে মেঘের দল
শরৎ আসে দারুণ প্রভা, দারুণ উজ্বলতায়
শিউলিমালা ভরা থাকে প্রেমের কথকথায়।
প্রভাত হলেই ছুটে যেতাম শিউলি কুড়াতে
প্রতীক্ষায় থাকতো দুচোখ সেই আঙ্গিনাতে
নীলাকাশে দেখ কেমন পেজাতুলোর ভীড়
মন খারাপের মতো হঠাৎ বৃষ্টি ঝিরঝির।
সোনারোদে মন ছুঁয়ে যায় সোনালী এ প্রকৃতি
রঙ্গিন হয়ে ওঠে মন,যেন নব প্রেম পিরিতি
নদীর ধারে কাশবন দুলছে কেমন টলমল
আনন্দে তাই আকাশ বুকে বইছে নদীজল।
শিউলি ভরা শরৎ এলে মন ভরে আবেশে
কাশফুলের শুভ্রশোভা মন ভোলানো এদেশে।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top