সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


ঈদ মানে : আনোয়ার আল ফারুক


প্রকাশিত:
১২ মে ২০২১ ০০:১৭

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪১

 

ঈদ মানে জনেজনে একতার শিক্ষা
ঈদ মানে ভালোবাসা মমতার দীক্ষা,
ঈদ মানে বিভেদের রেখা সব ভোলা
ঈদ মানে প্রীতিময় বাহুডোরে দোলা।

ঈদ মানে মানবের সুখ আলাপন
ঈদ মানে খোশখোশ মহা আয়োজন,
ঈদ মানে অভাবির প্রেমময় খোঁজ
ঈদ মানে রাজাপ্রজা একসাথে ভোজ।

ঈদ মানে অভিমান ভুলে থাকা দিন
ঈদ মানে সমাজের দায়বোধ ঋণ,
ঈদ মানে মিলেমিশে সুখোময় বাস 
ঈদ মানে হৃদে হৃদে মমতার চাষ।

ঈদ মানে অবারিত কোলাহল সুখ
ঈদ মানে মানবের হাসিমাখা মুখ,
ঈদ মানে বিজয়ের সুখ হাতছানি 
ঈদ মানে মুছে দেয়া যাতনার গ্লানি।

 

অধ্যক্ষ আনোয়ার আল ফারুক
সম্পাদক, বর্ণমালা ম্যাগাজিন

দাউদপুর, ফেনী

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top