উয়েফা নেশন্স লিগে আজ মুখোমুখি ফ্রান্স-ক্রোয়েশিয়া
প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২০ ২২:৪৫
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৪:২৯

প্রভাত ফেরী: রাশিয়ায় ২০১৮ ফিফা বিশ্বকাপ ফাইনালে লড়েছিল ফ্রান্স আর ক্রোয়েশিয়া। শিরোপার লড়াইয়ে ফরাসিদের গতিতে অন্ধকারে মিলিয়ে যায় ক্রোয়াট জাদু এবং দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে তুলে দিদিয়ের দেশমের দল। সেই স্মৃতি এখন নতুন করে তাজা উয়েফা নেশন্স লিগের বদৌলতে। কেননা, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ওই হাইভোল্টেজ ম্যাচের পর আজ আবার মুখোমুখি ফ্রান্স-ক্রোয়েশিয়া।
বলার অপেক্ষা রাখে না, প্রতিশোধের ম্যাচের সামনে ক্রোয়াটরা। তবে জয়ের হাসি হাসতে তাদের কাটাবে হবে ফ্রান্স জুজু। পরিসংখ্যান বলছে এমনটা কারণ অতীত ইতিহাসে ফরাসিদের বিপক্ষে জয়ের রেকর্ড নেই সবশেষ বিশ্বকাপের রানার্সআপদের। এখন অবধি ছয়বার মুখোমুখি হয়েছে দুই দল, চারবার জিতেছে ফ্রান্স এবং অন্য দুই ম্যাচ হয়েছে ড্র। তাই দেখার অপেক্ষা, আজ ‘ফেবারিট’ ফরাসিদের বিপক্ষে নিজেদের কতটা মেলে ধরতে পারে ক্রোয়াটরা।
ইউরোপিয়ান টুর্নামেন্টে জালাতকো দালিচের শিষ্যদের শুরুটা ছিল একেবারেই বাজে, ক্রিশ্চিয়ানো রোনালদোহীন পর্তুগালের (ডিফেন্ডিং চ্যাম্পিয়ন) বিপক্ষে ছন্নছাড়া ক্রোয়েশিয়া হারে ৪-১ গোলে। বিপরীতে কিলিয়ান এমবাপের গোলে ফ্রান্স মিশন শুরু করেছে সুইডিশদের ১-০ ব্যবধানে হারিয়ে। অথচ নেশন্স লিগের দ্বিতীয় আসর শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছিল ফরাসিরা। সেটা হলো, করোনাক্রান্ত পল পগবা, এনডম্বেলে এবং হাউসেম আওর, যারা নেই আজকের ম্যাচেও।
তবে এমবাপে-গ্রিজম্যানদের উপস্থিতিতে ছন্দ ধরে রেখেছে ফ্রান্স এবং তারকাশূন্য ক্রোয়েশিয়া লড়ছে নিজেদের সঙ্গে। অজানা কারণে দলের সেরা দুই মিডফিল্ডার- লুকা মদ্রিচ এবং ইভান রাকিতিচকে ছাড়া নেশন্স লিগে খেলছে দালিচের দল। চোটের কারণে নেই ভলসবুর্গের সেন্টার-ব্যাক মারিন পংরাসিচও। এমন খর্বশক্তির ক্রোয়েশিয়া আজ কীভাবে সামাল দেবে ফরাসিদের, সেটাই এখন দেখার অপেক্ষা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: