ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন এদিনসন কাভানি
প্রকাশিত:
৬ অক্টোবর ২০২০ ২২:৫৫
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৪:২৯

প্রভাত ফেরী: বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল এদিনসন কাভানি যোগ দিচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। সোমবার ম্যানইউ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সাবেক পিএসজি স্ট্রাইকারকে ফ্রি ট্রান্সফারে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে ইংলিশ জায়ান্টরা। যদিও এক বছর পর চুক্তি ভাঙার শর্ত রাখা হয়েছে।
খবরটি তখনই এলো যার আগের দিন টটেনহামের বিপক্ষে ৬-১ গোলে বিধ্বস্ত হয়েছে ম্যানইউ। গত মৌসুম শেষে পিএসজি ছেড়ে দেওয়ায় ফ্রি এজেন্ট হয়েছিলেন কাভানি। ফরাসি ক্লাবটিতে ৭ বছর থাকার পর বিদায় বলেছেন জুনে।
অবশ্য জানুয়ারিতে তাকে দলে ভেড়ানোর সুযোগ আসলেও তখন ইচ্ছে করেই সেটি লুফে নেয়নি ম্যানইউ। তার কারণও ছিল। সপ্তাহে কাভানিকে তখন দিতে হতো ৩ লাখ ৬০ হাজার পাউন্ড। আর এত ব্যয় করতে রাজি ছিল না রেড ডেভিলরা। জানা গেছে, এখন ম্যানইউতে এর থেকেও কম পাবেন কাভানি।
দল বদলের শেষ দিনে আরও তিন খেলোয়াড়কে দলে ভেড়ানোর খবর শুনিয়েছে ম্যানইউ। ব্রাজিলিয়ান লেফট ব্যাক অ্যালেক্স তেলেসক পোর্তো থেকে ৪ বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে তারা। এছাড়া কাভানির স্বদেশি উরুগুইয়ান ফাকুন্দো পেলেস্ত্রিকেও নেওয়া হয়েছে শেষ দিনে। তার চুক্তিটা ৫ বছর। আতালান্তা থেকে ভেড়ানো হয়েছে ১৮ বছর বয়সী আমাদ দিয়ালোকেও। চুক্তি অনুযায়ী তিনি দলে যোগ দেবেন জানুয়ারিতে।
অপর দিকে শেষ দিন ম্যানইউ ছেড়ে গেছেন ক্রিস স্মলিং। গত মৌসুমে ধারে খেলেছিলেন এএস রোমায়। ১০ মৌসুম ম্যানইউতে খেলা তারকাকে এবার পুরোপুরি কিনে নিয়েছে এই ইতালিয়ান ক্লাব।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: