সিডনী মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


রাজভোগ তৈরি করবেন যেভাবে


প্রকাশিত:
২১ ফেব্রুয়ারি ২০১৯ ১০:১৭

আপডেট:
১০ এপ্রিল ২০২০ ০১:১৯

রাজভোগ তৈরি করবেন যেভাবে

বাড়িতে মিষ্টি তৈরি করতে পারলে তা স্বাস্থ্যের পক্ষে ভালো। কারণ দোকানে তৈরি মিষ্টি অনেকক্ষেত্রে অস্বাস্থ্যকর হতে পারে। উৎসবে কিংবা অতিথি আপ্যায়নে তৈরি করতে পারেন রাজভোগ মিষ্টি। রেসিপি জেনে নিন-



উপকরণ:



ছানা- ১ কাপ

আমন্ড- ১ টেবিল চামচ

ময়দা- ১ চা চামচ

সুজি- ১ চা চামচ

জাফরান- ১/৪ চা চামচ

চিনি- ১ কাপ

কাজু বাদাম- ১ টেবিল চামচ

পেস্তা বাদাম- ৩/৪ টেবিল চামচ

এলাচ- ১ চা চামচ

পানি- ২ কাপ



প্রণালি:



আমন্ড, এলাচ, পেস্তা বাদাম ও কাজু বাদাম একসঙ্গে পিষে গুঁড়া তৈরি করুন। ছানা ভালো করে মেখে নিন। ময়দা, সুজি ও বাদামের গুঁড়া দিয়ে আবার মাখান। ডো থেকে মিষ্টির আকারের বল তৈরি করুন। চুলায় পানি ও চিনি দিয়ে সিরা তৈরি করুন। জাফরান দিয়ে দিন। সিরা তৈরি হলে ছানার মিষ্টি ছেড়ে দিন। ৪ থেকে ৫ মিনিট জ্বাল দিন। আরও খানিকটা পানি দিয়ে কিছুক্ষণ জ্বাল দিন। মিষ্টি ফুলে উঠলে নামান। ঠান্ডা করে পরিবেশন করুন মজাদার রাজভোগ মিষ্টি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top