সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


ঘরে বসে মিষ্টি দই বানানোর ঝটপট সহজ উপায়


প্রকাশিত:
৪ এপ্রিল ২০১৯ ১৪:৫০

আপডেট:
৩ মে ২০২৪ ১১:৩৭

ঘরে বসে মিষ্টি দই বানানোর ঝটপট সহজ উপায়

উৎসব,অনুষ্ঠান বা পুজো পার্বণ হোক,বাঙালি বাড়িতে মিষ্টি দই এক অপরিহার্য অঙ্গ। ঘন দুধের সাথে চিনি গলিয়ে সেটাকে এমনি দই-র মত গেঁজিয়ে বা বসিয়ে তৈরি করা হয় মিষ্টি দই। এই মিষ্টি দেওয়া দইটি বানানো খুবই সোজা। কিন্তু দইটা বসতে সময় লেগে যায় প্রায় ১০-১২ ঘন্টা মত।



সরযুক্ত ঘন দুধকে আরও ঘন করে প্রায় শুরু থেকে অর্ধেকে পরিণত করতে হবে। তারপর তাতে মেশাতে হয় গলানো চিনি। এরপর এতে দই মিশিয়ে বসতে দেওয়া হবে ফ্রিজে।



এই যে সাদা টক দই এর টক ভাব, তার সাথে গলানো চিনির মিষ্টত্ব, দুটো মিলিয়ে একটা দারুণ স্বাদ নেয় এই পদটি। যদি মনে হয় একবার বাড়িতে চেষ্টা করে দেখবেন, চিন্তার কী আছে! জেনে নিন কিভাবে বানাবেন মিষ্টি দই:



প্রয়োজনীয় উপাদান



#দুধ - ৭৫০ মিলি



#চিনি - ৭ ১/২ টেবিল চামচ



#পানি - ১/৪ কাপ



#টাটকা দই - ১/২ কাপ



#বাদাম - সাজানোর জন্য প্রয়োজনমত



যেভাবে তৈরি করবেন



১.একটা গরম প্যানে দুধটা ঢালুন।



২.এরপর এটা ফুটিয়ে অর্ধেক করে নিন।



৩.অন্যদিকে অন্য একটা প্যানে চিনি দিন।



৪.হালকা আঁচে নাড়তে থাকুন।



৫.এই নাড়াচাড়া করার মধ্যে মাঝে মাঝে গ্যাসটা বন্ধ করুন, আবার চালান। যাতে চিনিটা নিচে না ধরে যায়।



৬.বারবার এরকম করতে করতে এক সময় দেখবেন চিনিটা পুরো গলে গেছে এবং একটা হালকা বাদামি রঙ ধরেছে।



৭.এবার গ্যাসটা পুরো বন্ধ করে পানি দিন।



৮.ভাল করে মিশিয়ে একপাশে রেখে দিন।



৯.দুধটা অর্ধেক হয়ে গেলে,এবার এতে এই চিনির শিরাপটা ঢেলে দিন।



১০.ভাল করে মিশিয়ে গ্যাস থেকে নামিয়ে নিন।



১১.ঠাণ্ডা হতে দিন। মোটামুটি উষ্ণ গরম অবস্থায় এলে দেখুন।



১২.এবার টাটকা টক দইটা এর মধ্যে দিয়ে মেশান।



১৩.পরিবেশনের জন্য কেনা ছোট মাটির মটকায় এটা এবার ঢেলে নিন।



১৪.এবার এই মাটির মটকাগুলো অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়িয়ে দিন।



১৫.১০-১২ ঘন্টার জন্য ফ্রিজে রাখুন।



১৬.পরিবেশনের আগে ফয়েল সরিয়ে ওপরে কুচনো বাদাম দিয়ে সাজিয়ে দিন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top