সিডনী রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১


নারী সহিংসতা ঠেকাতে বিক্ষোভ অস্ট্রেলিয়ায়


প্রকাশিত:
১ মে ২০২৪ ১৬:৩০

আপডেট:
৮ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৫৮


মাথায় ক্যাপ আর চোখে চশমা পরে মানুষের ভিড়ে দাঁড়িয়ে আছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। দেশটিতে চলমান বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন তিনিও। নারী সহিংসতা মোকাবিলায় অস্ট্রেলিয়ার রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। কারো কারো হাতে রয়েছে প্ল্যাকার্ড। একটিতে লেখা নারীদের জন্য ন্যায়বিচার।

অস্ট্রেলিয়ায় নারীর বিরুদ্ধে সহিংসতা একটি মহামারি রূপ ধারণ করেছে। নারী সহিংসতার বিষয়ে কঠোর আইনের আহ্বান জানিয়ে শনিবার বিক্ষোভে নেমেছেন তারা। শক্তিশালী আইনের দাবিতে বিক্ষোভকারীরা নিউসাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনিতে সমাবেশের জন্য জড়ো হন।

দেশটির অন্যান্য রাজ্যেও চলে বিক্ষোভ মিছিল। ফলে বিভিন্ন শহরের বেশ কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়। অস্ট্রেলিয়ায় এ বছর এখন পর্যন্ত গড়ে প্রতি চার দিনে একজন নারীকে হত্যা করা হয়েছে। আলবানিজ বলেছেন, বিষয়টি একটি জাতীয় সমস্যা। বিষয়টিকে গুরুত্বসহকারে সমাধান করতে হবে বলে জানিয়েছেন তিনি। বিবিসি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top