সিডনী মঙ্গলবার, ১৯শে মার্চ ২০২৪, ৫ই চৈত্র ১৪৩০


অস্ট্রেলিয়াকে ১০ হাজার উট হত্যার পরিবর্তে দান করার আহ্বান জানিয়েছে তুরস্ক


প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২০ ১০:৫৮

আপডেট:
১৮ জানুয়ারী ২০২০ ১১:০৪

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক : অতিরিক্ত পানি ও খাদ্য সাবাড় করার কারণে অস্ট্রেলিয়ায় ১০ হাজারেরও বেশি উটকে গুলি করে মারার সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হয়েছে। প্রথমদিনে বৃহস্পতিবার দেড় হাজার উটকে হেলিকপ্টার থেকে গুলি করে মারা হয়েছে।

অস্ট্রেলিয়াকে এই ১০ হাজার উট মেরে ফেলার পরিবর্তে ইসলামি রীতিতে জবাই করে তা দান করার আহ্বান জানিয়েছে ইউরোপের দেশ তুরস্কের সরকারি মানবিক সহযোগিতা সংস্থা আইএইচএইচ।

অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের একটি এলাকার নাম আনানজু পিতজানৎজাতজারা ইয়ানকুনিৎজাতজারা ল্যান্ডস। সংক্ষেপে এওয়াইপি। ওই এলাকাটি খুবই খরাপ্রবণ। ওখানকার বন্য উটগুলো খুব বেশি পানি খেয়ে নিচ্ছে। ফলে স্থানীয়দের জন্য থাকছে না পর্যাপ্ত পরিমাণ পানি। এমন অজুহাতেই ১০ হাজারের বেশি উট হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

ফিলিস্তিনভিত্তিক গণমাধ্যম গাজা আল-আনের এক প্রতিবেদনে জানা যায়, আইএইচএইচ এর সহকারি পরিচালক সিরকান নার্গিস ১০ হাজার উট গুলি করে না মেরে সে গুলোকে ইসলামি রীতি অনুযায়ী জবাই করে বিশ্বের দরিদ্র ও প্রয়োজনগ্রস্ত মানুষদের মাঝে বিতরণের আহবান জানিয়েছেন।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় গত সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে দাবানল। সম্প্রতি এ দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। আগুনের উত্তাপে পশু-পাখীসহ নানান প্রজাতির প্রাণী ও সরিসৃপ মারা যাচ্ছে। এ পর্যন্ত বিভিন্ন প্রজাতির অন্তত ৫০ কোটি প্রাণী মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে ১০ হাজার উট হত্যা করার সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করেছে অস্ট্রেলিয়া।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top