অস্ট্রেলিয়ার সবচেয়ে ধনী ও দরিদ্র এলাকাগুলোর তালিকা প্রকাশ
প্রকাশিত:
৩০ মার্চ ২০২০ ০১:৩০
আপডেট:
৫ অক্টোবর ২০২৪ ১৯:২২
অস্ট্রেলিয়ান ট্যাক্সেশন অফিস বা এটিও প্রকাশিত ২০১৬-২০১৭ অর্থবছরের প্রতিবদনটির পূর্ণাঙ্গ বিশ্লেষণ সম্প্রতি প্রকাশিত হয়েছে। এ বিশ্লেষণে দেখা যায়, পুরো অর্থবছর জুড়ে এদেশের সবচেয়ে বেশি উপার্জন করা এবং আয়কর প্রদান করা মানুষেরা বাস করেন সিডনির উত্তরাঞ্চলে নর্দান বীচ এলাকায়। এ সময়কালে তারা গড়পড়তায় নিম্নতম আয়ের মানুষদের চেয়ে দশ গুণ বেশি অর্থ উপার্জন করেছেন।
অন্যদিকে সর্বনিম্ন উপার্জনকারীদের বসবাসের এলাকাও নিউ সাউথ ওয়েলস স্টেটে অবস্থিত, তবে তা সিডনি মেট্রোপলিটন এলাকার বাইরে। এটিও’র পরিসংখ্যান অনুযায়ী অস্ট্রেলিয়ার সর্বনিম্ন উপার্জনকারীরা বসবাস করেন রিজিওনাল এনএসডব্লিউ এলাকাগুলোতে।
১৩.৯ মিলিয়ন মানুষের আয়কর প্রদানের সারসংক্ষেপ সম্বলিত এ প্রতিবেদনে ধনী ও দরিদ্রের মাঝে উপার্জনের বিপুল পার্থক্যের বিষয়টি উঠে এসেছে। এই হিসাবের মাঝে ব্যক্তিগত আয়কর যেমনি সংযুক্ত আছে, তেমনি আছে ৯৭০,০০০ টি কোম্পানীর আয়কর, সুপার ফান্ড পার্টনারশিপ এবং ট্রাস্টের হিসাবগুলোও।
সিডনি পোস্টকোড ২১০৮ এলাকাতে থাকেন এদেশের সবচেয়ে বেশি উপার্জনকারী মানুষেরা। এই পোস্টকোডের অধীনে অন্তর্ভূক্ত এলাকাগুলোর মাঝে আছে কোস্টার্স রিট্রিট, কুরাওয়াং বীচ, গ্রেট ম্যাকারেল বীচ এবং মাপ বীচ। এ এলাকাগুলোতে বসবাসকারী মানুষদের গড় উপার্জন হলো বছরে ২৩০,৩৩০ অস্ট্রেলিয়ান ডলার।
মেলবোর্নের ৩১৪২ পোস্টকোডের এলাকা টুরাক এবং হকসবার্ন এলাকা এ তালিকায় দ্বিতীয় ধনী হিসেবে উঠে এসেছে। এখানে বসবাসকারীদের গড় উপার্জন হলো ১৯৩,৯০৪ ডলার। তালিকায় তৃতীয় হয়েছে সিডনির পোস্টকোড ২০২৭, যার অধীনে আছে ডারলিং পয়েন্ট, এজক্লিফ, রাশকাটারস এবং পয়েন্ট পাইপার এলাকাগুলো। এসব এলাকার মানুষদের বার্ষিক গড় উপার্জন হলো ১৮৭,৬৮৯ অস্ট্রেলিয়ান ডলার। উল্লেখ্য যে পূর্বের অর্থবছরে এ এলাকার গড় উপার্জনই অস্ট্রেলিয়ার শীর্ষে ছিলো।
এ শীর্ষতালিকায় থাকা প্রথম দশটি পোস্টকোডের মাঝে আটটি সিডনিতে অবস্থিত, বাকী দুটি হলো মেলবোর্নের পোস্টকোড। অন্যদিকে অস্ট্রেলিয়ার সবচেয়ে দরিদ্র এলাকার তালিকাতেও শীর্ষে রয়েছে এনএসডব্লিউ স্টেট, যে স্টেটের রাজধানী শহর হলো সিডনি।
পুরো দেশের সর্বনিম্ন উপার্জনকারী এলাকা হলো পোস্টকোড ২৩০৮ এর অন্তর্ভূক্ত নিউক্যাসল ইউনিভার্সিটি এবং কালাগান, এখানকার মানুষদের গড় উপার্জন ২০,৫৮৯ অস্ট্রেলিয়ান ডলার।
দ্বিতীয় স্থানে রয়েছে পোস্টকোড ৪৬১১ এর এলাকা মার্শল্যান্ডস এবং মন্ডুর, যেখানকার অধিবাসীদের গড় উপার্জন ২৩,২২৫ ডলার এবং তৃতীয় স্থানে আছে ভিক্টোরিয়ার পোস্টকোড ৩৪৮২, ওয়াচেম, মরটন প্লেইনস, ওয়ারমুর এলাকাগুলোতে বসবাসকারী মানুষদের বার্ষিক গড় উপার্জন ২৪,৩৪৬ ডলার। নিচের দিকের এ তালিকায় প্রথম দশটি পোস্টকোডের মাঝে পাঁচটি পোস্টকোড কুইনসল্যান্ড স্টেটে অবস্থিত।
সবচেয়ে বেশি এবং কম উপার্জনের মানুষদের বসবাসের এলাকাগুলোর তালিকার পাশাপাশি ট্যাক্সেশন অফিসের এ পরিসংখ্যানে সবচেয়ে বেশি উপার্জনকারী ও কম উপার্জনকারী পেশার নামও প্রকাশ পেয়েছে। রেকর্ড অনুযায়ী সবচেয়ে বেশি উপার্জন করেছেন শল্যচিকিৎসাবিদ (সার্জন), বছরে সর্বমোট ৩৯৪,৮৬৬ ডলার। এ তালিকাতে আরো আছেন এনস্থেটিস্ট চিকিৎসক, ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক, ফাইনান্সিয়াল ডিলার, সাইকিয়াট্রিস্ট এসব পেশার মানুষরাও।
অন্যদিকে সবচেয়ে কম উপার্জন করা পেশার মানুষেরা মূলত হসপিটালিটি, কৃষিকাজ এবং ক্লিনিং এর সাথে জড়িত। যার মাঝে সবচেয়ে বেশি কম উপার্জন করে ফাস্ট ফুড কুক। এছাড়াও আছে হসপিটালিটি এপ্রেন্টিস, ফার্ম ও গার্ডেন ওয়ার্কার এসব পেশা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: