সিডনী বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১


অনন্য নজির গড়লেন বাবর আজম


প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২৪ ১৬:০৩

আপডেট:
১৫ মে ২০২৪ ০৯:৩৪


আন্তর্জাতিক ক্রিকেটে নতুন নজির গড়লেন বাবর আজম। পাকিস্তানের অধিনায়কের মুকুটে যুক্ত হলো নতুন পালক। পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান হারাতেই নজির গড়ে ফেলেছেন বাবর।

 

শনিবার শেষ হয়েছে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের টি-২০ সিরিজ। কার্যত দ্বিতীয় সারির দল নিয়েই পাক সফরে গিয়েছিল নিউজিল্যান্ড দল। কারণ তাদের তারকা ক্রিকেটাররা এ মুহূর্তে ব্যস্ত আইপিএলে খেলতে। তবে দ্বিতীয় সারির দল নিয়েও পাকিস্তান দলের বিরুদ্ধে কিন্তু খারাপ পারফরম্যান্স করেনি নিউজিল্যান্ড দল। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। পরের ম্যাচটি জেতে পাকিস্তান। এর পর দুটি ম্যাচে জিতে সিরিজে লিড নেয় নিউজিল্যান্ড দল। পঞ্চম অর্থাৎ শেষ ম্যাচ জিতে কোনো রকমে মানরক্ষা করে সিরিজ ড্র করেছে পাকিস্তান।

এ শেষ ম্যাচে তাদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তাদের অধিনায়ক বাবর আজম। আর এর মধ্য দিয়েই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে গড়ে ফেললেন এক অনন্য নজির। পুরুষদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এই নজির গড়েছেন বাবর আজম। পুরুষদের ক্রিকেটে এখন পর্যন্ত সব থেকে বেশি চার মারার নজির গড়েছেন বাবর আজম। এদিনের ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে। সেখানে মাত্র ৪৪ বল খেলে ৬৯ রান করেছেন তিনি। তার ইনিংসটি সাজিয়েছেন ছয়টি চোখ ধাঁধানো বাউন্ডারিতে।

এই ছয়টি বাউন্ডারি মেরেই তিনি গড়ে ফেলেছেন অনন্য নজির। ভেঙে দিয়েছেন আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিংয়ের নজির। পল স্টার্লিং এখন পর্যন্ত খেলেছেন ১৩৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। আর তাতে তিনি বাউন্ডারি হাঁকিয়েছেন ৪০৭টি। বাবর আজম এখন পর্যন্ত খেলেছেন ১০৭টি ইনিংস। যার মধ্যে তিনি হাঁকিয়েছেন ৪০৯টি বাউন্ডারি। পুরুষদের টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে বাবর এবং পল দুজনই মাত্র ক্রিকেটার, যারা এখন পর্যন্ত ৪০০-এর ওপর বাউন্ডারি হাঁকিয়েছেন। ভারতের রোহিত শর্মা এবং বিরাট কোহলি এর খুব কাছাকাছি রয়েছেন। ১০৯ ইনিংস কোহলি মেরেছেন ৩৬১টি চার। ১৪৩ ইনিংসে রোহিত শর্মা মেরেছেন ৩৫৯টি চার।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-২০-এর উইকেট বেশ চ্যালেঞ্জিং ছিল। বাবরের ইনিংসে ভর করেই পাকিস্তান দল ২০ ওভারে ১৭৮ রান তুলতে সমর্থ হয়েছিল। দ্বিতীয় ইনিংসে শাহিন শাহ আফ্রিদির দুরন্ত বোলিং পাকিস্তানের জয়ের পথ সুগম করে। ৪ ওভার বল করে আফ্রিদি ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন। ফলে ৭ রানের ব্যবধানে এক রুদ্ধশ্বাস জয় পায় পাকিস্তান।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top