সিডনী সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১

রাশিয়ার জ্বালানি তেলের নমুনা পরীক্ষা করতে লাগবে ৭ দিন


প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২২ ০১:১৩

আপডেট:
১৩ মে ২০২৪ ২৩:২৯

রাশিয়া থেকে নমুনা হিসেবে আনা ৫০ লিটার অপরিশোধিত জ্বালানি তেল পরীক্ষার জন্য রাষ্ট্রীয় তেল পরিশোধনাগার চট্টগ্রামস্থ ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে পাঠিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে নমুনা তেলগুলো ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমানের কাছে হস্তান্তর করা হয়।

ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)-এর এক কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়া থেকে বাংলাদেশে পাঠানো ৫০ লিটার অপরিশোধিত তেল বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর পতেঙ্গায় অবস্থিত ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে এসে পৌঁছেছে। রাশিয়ার জ্বালানি তেলের নমুনা হস্তান্তরের সময় ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান, ন্যাশনাল ইলেকট্রিক বিডি লিমিটেডের উপদেষ্টা এয়ার কমোডর (অব.) সাইফ সিদ্দিকী, পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. রায়হান হাবিবসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে নমুনা তেলগুলো ইআরএলের ল্যাবে পাঠানো হয়।

ইআরএল’র ওই কর্মকর্তা জানান, রাশিয়া থেকে আসা অপরিশোধিত ৫০ লিটার জ্বালানি তেলের নমুনা ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে গঠিত ইআরএলের কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে। তেলগুলোর আট ধরণের টেস্ট হবে। আগামী ৭ দিনের মধ্যে নমুনা পরীক্ষার কাজ শেষ করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর কাছে প্রতিবেদন জমা দেবে গবেষকদের এই টিম।

তিনি জানান, রাশিয়ার তেলে সালফারের পরিমাণ বেশি থাকায় তা পরিশোধন করতে হয়। এতে খরচ বেশি পড়তে পারে। তবুও নমুনা হিসেবে আনা এ ৫০ লিটার তেল পরীক্ষা-নিরীক্ষা করে খরচের বিষয়ে নিশ্চিত করতে আমাদের কাছে পাঠানো হয়েছে।

ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান সাংবাদিকদের জানান, রাশিয়ার কয়েকটি রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশে তেল রপ্তানি করতে চায়। এর একটি জারুবেঝনেভ জেএসসি’র বাংলাদেশী এজেন্ট ন্যাশনাল ইলেকট্রিক বিডি লিমিটেড পাঁচটি জারে করে ৫০ লিটার ক্রুড অয়েল বৃহস্পতিবার সকালে আমার কাছে দিয়ে গেছে। এ তেলগুলোর সাত থেকে আট ধরনের নমুনা পরীক্ষা করা হবে। এজন্য আমাদের কমপক্ষে সাত দিন সময় লাগবে। এরপর বলা যাবে তেলগুলো আমদানি করলে পরিশোধনে কত খরচ পড়বে। আমরা যথাযথ কর্তৃপক্ষকে আমাদের ফাইন্ডিংস জানাবো। আমদানির ব্যাপারে সিদ্ধান্ত নেবে নীতি-নির্ধারণী মহল।
এর আগে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান জারুবেঝনেভ জেএসসি তাদের অপরিশোধিত জ্বালানি তেলের নমুনা হিসেবে ৫০ লিটার তেল ঢাকায় পাঠায়। গত ২৬ আগস্ট এসব অপরিশোধিত তেলের নমুনা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। বুধবার বিকেল ৩টার দিকে সেই নমুনা চট্টগ্রামে পৌঁছেছে।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দাম বৃদ্ধির ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট দেখা দেয়। সঙ্কটময় পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে দক্ষিণ এশিয়ার চীন, ভারতসহ কয়েকটি দেশ তেল নিচ্ছে রাশিয়া থেকে। গত মে মাসে বাংলাদেশকেও অপরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব দেয় দেশটি। তবে রাশিয়ার তেল দেশে ব্যবহার-উপযোগী নয় বলে প্রথম দফায় তা নাকচ করে দেয় বাংলাদেশ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top