“সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)”-এর প্রথম ধাপে অগ্রসর ঋণ বিতরণ
প্রকাশিত:
২৬ এপ্রিল ২০১৯ ১৫:২১
আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ০৫:২৭
পিকেএসএফ-এর লক্ষিত ক্ষুদ্র-উদ্যোক্তাদের পরিবেশসম্মত টেকসই ক্ষুদ্র উদ্যোগে পরিণত করার লক্ষ্যে বিশ্বব্যাংক হতে ১১০.০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের মাধ্যমে পিকেএসএফ “সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)” শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। পাঁচ বছর মেয়াদী (২০১৮-২০২৩) এই প্রকল্পের মোট ব্যয় হবে ১৩০.০ মিলিয়ন মার্কিন ডলার। ২৫শে এপ্রিল ২০১৯ তারিখে পিকেএসএফ ভবনে এই প্রকল্পের আওতায় প্রথম ধাপে পিকেএসএফ এর ১১ টি সহযোগী সংস্থাকে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ৫৭.০ কোটি টাকার ঋণের চেক বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবদুল করিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব মোঃ ফজলুল কাদের, উপ-ব্যবস্থাপনা পরিচালক-১, পিকেএসএফ। এছাড়াও জনাব জহির উদ্দিন আহমেদ, প্রকল্প সমন্বয়কারী , এসইপি; ড. নাদিয়া শারমিন, প্রকল্প টিম লিডার, বিশ্বব্যাংক এবং ১১ টি সহযোগী সংস্থার নির্বাহী পরিচালকসহ পিকেএসএফ-এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক-১ জনাব মোঃ ফজলুল কাদের বৈশ্বিক পরিবেশ ও জলবায়ুগত সমস্যা নিরসনের ক্ষেত্রে এই প্রকল্পের কার্যকারিতা ও গুরুত্ব তুলে ধরেন। ফাউণ্ডেশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবদুল করিম তার বক্তব্যে ক্ষুদ্র-উদ্যোগ পর্যায়ে পরিবেশগত টেকসই চর্চার প্রসারে কাজ করার জন্য সহযোগী সংস্থাসমূহকে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি এ প্রকল্পটি ক্ষুদ্র-উদ্যোগের পরিবেশগত উন্নয়নের অবদান রাখার ক্ষেত্রে একটি দিশারী প্রকল্প হিসেবে পরিগণিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: