সিডনিতে গাংচিল মিউজিক আয়োজিত বৃহৎ বৈশাখী মেলা
প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২৫ ১৫:২৮
আপডেট:
১৫ এপ্রিল ২০২৫ ১২:০৫

নাইম আবদুল্লাহঃ গত ১২ এপ্রিল (শনিবার) সিডনির ওয়ালি পার্কে টাবু সঞ্জয়ের সর্বিক পরিচালনায় প্যারামাউণ্ট ডেভেলপমেন্ট এন্ড কন্সট্রাকসন প্রাইভেট লিমিটেড এর পৃষ্ঠপোষকতায়, ওমেন কাউন্সিল অস্ট্রেলিয়া ও গাংচিল মিউজিক এর সহযোগিতায় বাঙ্গালীর প্রাণের বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। বিকেলে নাহিদা ও জুঁই এর সঞ্চালনায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের পর শ্যামলী দে বৈশাখের গান পরিবেশন করে। কবিতা আবৃতি করেন দেবী শাহা। কিশলয় কচিকাঁচা, আগমনী অস্ট্রেলিয়া ও বিএসপিসি বাংলা স্কুলের ছোট্ট সোনামনিরা গানে ও নাচে দর্শকদের মাতিয়ে রাখে।
নাহিদা ও জুঁই এর সঞ্চালনায় মেলায় সারাদিন ব্যাপী ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্য পরিবেশন করে শ্রেষ্ঠা, আর্শিতা,অনিশা হায়দার, মিশা, অবশোরা। গান পরিবেশন করেন নিলুফার ইয়াসমিন, বন্ধু সভা, লাল সবুজ ও কৃষ্টি ব্যান্ড। ফারিয়া আহমেদের পরিচালনায় ভবের হাটের শিল্পীরা বাউল গান পরিবেশন করেন।
মেলায় ২০টির বেশি কাপড়ের দোকান, ১৫টির বেশি বাহারি দেশীয় খাবারের দোকান সহ ছিল বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের রাইডের সুবিধা। মেলায় আসা প্রবাসী বাংলাদেশিরা জানান, বিদেশের মাটিতে বৈশাখের এমন আয়োজন সত্যিই মুগ্ধকর। আয়োজকরা বিদেশের মাটিতে বাংলার সংস্কৃতিকে ফুটিয়ে তোলার যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসার দাবী রাখে। এতে প্রবাসে বেড়ে ওঠা বর্তমান প্রজন্ম তাদের শিকড়কে জানতে পারবে।
আয়োজকরা জানান, প্রতি বছর বৈশাখ মাসে আমরা মেলার আয়োজন করে থাকি। আমরা চেষ্টা করি অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশীদের মাঝে দেশের সংস্কৃতিকে তুলে ধরতে। অষ্ট্রেলিয়া তো বটেই সম্ভবত বিদেশের মাটিতে সবচেয়ে বড় বৈশাখী মেলা এটাই।
উপল আমিনের সঞ্চালনায় মঞ্চে আসেন টাবু সঞ্জয় ও প্রাক্তন কাউন্সিলর সাজেদা আখতার সানজিদা। বৈশাখী মেলায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে অস্ট্রেলিয়া সরকারের হোম অ্যাফেয়ার্স, ইমিগ্রেশন ও মাল্টিকালচারাল মন্ত্রী টনি বার্ক এমপির উপস্থিত থাকার কথা থাকলেও তিনি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকায় দুঃখ প্রকাশ করে একটি শুভেচ্ছা বাণী পাঠান।
বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন, নিউ সাউথ ওয়েলসের গ্রাহক, ডিজিটাল, জরুরি পরিষেবা, যুব ও বিচার মন্ত্রী জিহাদ দিব। চাকরি, শিল্প, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তির ছায়ামন্ত্রী এবং দক্ষিণ-পশ্চিম সিডনির ছায়ামন্ত্রী মার্ক কোরে এমপি। নিউ সাউথ ওয়েলস শিল্প সম্পর্ক মন্ত্রী এবং কর্ম স্বাস্থ্য ও নিরাপত্তা মন্ত্রী সফি কষ্টি এমপি।
ক্যান্টারবেরি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র কার্ল সালেহ। ক্যান্টারবেরি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিলর র্যাচেল হারিকা।ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ খলিল, কাউন্সিলর আশিকুর রহমান এশ, অস্ট্রেলিয়ার ফেডারেশন ফর মেডিকেল সোসাইটিজের প্রাক্তন প্রতিষ্ঠাতা সভাপতি ডা: আয়াজ চৌধুরী, সাবেক কাউন্সিলর মোহাম্মেদ জামান টিটু, ওয়াটসনের ফেডারেল লিবারেল পদ প্রার্থী জাকির আলম, প্রভাত ফেরী পত্রিকার প্রধান সম্পাদক এবং অস্ট্রেলাসিয়ান ইন্টারন্যাশনাল একাডেমির সিইও শ্রাবন্তী কাজী আশরাফী, সাদ ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেডের পরিচালক এবং হাসন রাজা পারিশোদের সাধারণ সম্পাদক সোলায়মান দেওয়ান, ইউনিয়ন প্রতিনিধি রেজওয়ান চৌধুরী প্রমুখ।
সঞ্জয় টাবু এবং সাজেদা আক্তার বিশিষ্ট অতিথিদের ফুলের তোড়া উপহার দেন।আয়োজকরা গাংচিল মিউজিকের ব্যানারে আগামী বছরের ১১ এপ্রিল বৈশাখী মেলার প্রতিশ্রুতি ও বাংলাদেশী কমিউনিটিকে পাশে থাকার আমন্ত্রন জানিয়ে মেলার সমাপ্তি ঘোষণা করেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: