সিডনিতে ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে বাঙালির প্রাণের বৈশাখী মেলা


প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৫ ১২:৪৬

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ১৯:২৬

প্যারামাউন্ট ডেভেলপমেন্ট ও কন্সট্রাকশন মেলার পৃষ্ঠপোষকতা করছে এবং ওমেন কাউন্সিল অস্ট্রেলিয়া সহযোগিতা প্রদান করছে।

অস্ট্রেলিয়ার সিডনি শহরে ১২ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঙালির প্রাণের বৈশাখী মেলা। এবারের মেলা সিডনির বাংলাদেশী সম্প্রদায়ের জন্য একটি বিশেষ আয়োজন, যা সিডনির জনপ্রিয় ওয়ালি পার্কে অনুষ্ঠিত হবে।

এই মেলার আয়োজন করেছে টাবু সঞ্জয়, যিনি সর্বিক পরিচালনার দায়িত্বে আছেন। প্যারামাউন্ট ডেভেলপমেন্ট ও কন্সট্রাকশন মেলার পৃষ্ঠপোষকতা করছে এবং ওমেন কাউন্সিল অস্ট্রেলিয়া সহযোগিতা প্রদান করছে। মেলায় থাকবে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা তাদের পরিবেশনায় দর্শকদের আনন্দ দেবে। গাংচিলের পরিবেশনায় থাকবে ব্যান্ড সংগীত, যা সবার মন জয় করবে।

এছাড়া, মেলায় থাকবে বিভিন্ন দেশীয় বস্ত্রের দোকান, রকমারী খাবারের দোকান, এবং শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা হিসেবে রাইড। আয়োজকরা জানায়, মেলার সব আয়োজন ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং সুন্দর আবহাওয়ার কারণে এবারের মেলাতে দর্শকদের সংখ্যা পূর্বের চেয়ে অনেক বেশি হবে বলে তারা আশা করছেন।

এছাড়া, দর্শকদের নিরাপত্তা এবং পার্কিং সুবিধার জন্য অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিবারের মতো এবারেও সিডনির বাংলাদেশী কমিউনিটি বৈশাখী উৎসবকে একটি বড় আয়োজনে উদযাপন করতে প্রস্তুত। এই মেলা বাংলাদেশীদের মধ্যে বিশেষ উদ্দীপনা ও আগ্রহ সৃষ্টি করেছে, যা সিডনির বাঙালি সংস্কৃতির একটি বড় উদযাপন হতে চলেছে।

অস্ট্রেলিয়াতে প্রতি বছর বৈশাখী উৎসব বিভিন্ন আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়, এবং সিডনির এই মেলা তার ধারাবাহিকতায় অনুষ্ঠিত হচ্ছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top