সিডনিতে একুশে একাডেমির প্রাণবন্ত পুনর্মিলনী


প্রকাশিত:
৪ জুলাই ২০২৫ ১৮:৩১

আপডেট:
৪ জুলাই ২০২৫ ১৮:৩১

অনুষ্ঠানে কেক কাটায় অংশ নেন একাডেমির সদস্য, লেখক, বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সিডনি, ২১ জুন ২০২৫:
একুশে একাডেমি অস্ট্রেলিয়া আয়োজিত “বইমেলা ২০২৫ উত্তর পুনর্মিলনী” অনুষ্ঠিত হলো এক উৎসবমুখর পরিবেশে সিডনির এ্যাশফিল্ড সিভিক সেন্টারে। স্থানীয় সময় দুপুর ২টায় শুরু হওয়া এই আয়োজনে অংশগ্রহণ করেন একাডেমির সদস্য, লেখক, বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শুরু হয় মধ্যাহ্ন ভোজ ও কেক কাটার মাধ্যমে। এরপর একুশে একাডেমির সভাপতি ডঃ সুলতান মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সাজুর সঞ্চালনায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে, যেখানে সম্মান প্রদর্শন করা হয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রতি।

মূল আলোচনা পর্বে অতিথিরা বইমেলা ২০২৫-এর অভিজ্ঞতা তুলে ধরেন এবং ভবিষ্যতের আয়োজনকে আরও প্রাণবন্ত ও ব্যাপকভাবে উপস্থাপনের জন্য বিভিন্ন পরামর্শ দেন। বক্তাদের মধ্যে ছিলেন শেখ শামিমুল হক, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুণ, গামা আব্দুল কাদের, অজয় দাস গুপ্ত, সফিকুল ইসলাম, ডঃ নাজমুন নাহার, ইসহাক হাফিয, আনিসুর রহমান, ব্যারিস্টার ডঃ সিরাজুল হক এবং সরকার কবিরুদ্দিন।

বক্তারা একুশে একাডেমির অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং একাডেমির কর্মকাণ্ডকে আগামীতে আরও সম্প্রসারিত করার আহ্বান জানান।

আলোচনার পরপরই সাংস্কৃতিক সম্পাদক আশিক সুজনের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে।

উল্লেখ্য, একুশে একাডেমি অস্ট্রেলিয়া দীর্ঘদিন ধরে প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় অগ্রণী ভূমিকা পালন করে চলেছে, আর এই পুনর্মিলনী ছিল তারই একটি ধারাবাহিক ও প্রাণবন্ত প্রকাশ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top