সিডনী সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১

ডলারের বাজার ফের অস্থিতিশীল করার তৎপরতা


প্রকাশিত:
২৫ আগস্ট ২০২৩ ২১:০৯

আপডেট:
১৩ মে ২০২৪ ২৩:৪৭


ডলারের বাজার আবার অস্থিতিশীল করার তৎপরতা চলছে। মুনাফালোভী চক্র ও স্বার্থান্বেষী মহল এ ধরনের কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে। রাজধানীর মতিঝিল ও দেশের অন্যান্য এলাকার মানি এক্সচেঞ্জ ও সরকারি-বেসরকারি ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখার কিছু কর্মী ও হুন্ডি ব্যবসায়ীরা গোপনে জোটবদ্ধ হয়ে এই কাজ করছেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, গত দুই দিন রাজধানীর কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হয়।


বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্সের (বিএফআইইউ) উদ্যোগে ৬৭, দিলকুশায় ওয়েলকাম মানি এক্সচেঞ্জে অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানের মালিক আবুল বাশার মানি এক্সচেঞ্জ পরিচালনার কোনো অনুমোদন বর্তমানে নেই বলে জানান। অভিযানে ৯৬ লাখ ৬৬ হাজার ৫৯০ টাকার দুটি চেকের পাশাপাশি ছয়টি দেশের বিদেশি মুদ্রা পাওয়া গেছে। সিআইডি ও পুলিশের ফিন্যানশিয়াল ক্রাইম ইউনিটের সহায়তায় অভিযান কার্যক্রম সম্পন্ন করা হয়।

সূত্র আরো জানায়, বর্তমানে কেউ সরকারি মূল্যে বা বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) বেঁধে দেওয়া মূল্যে ডলার কিনতে চাইলে মানি এক্সচেঞ্জ বা ব্যাংক থেকে ডলার নেই বলে জানানো হচ্ছে। অন্যদিকে অতিরিক্ত দামে কিনতে চাইলে দালালচক্র মুহূর্তেই ডলার বের করে আনে। এ ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও বাংলাদেশ ব্যাংকের নজরদারি বাড়ানো জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top