সিডনী বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১

দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ ভোগ করতে দেওয়া হবে না: দুদক চেয়ারম্যান


প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০১৯ ০১:১১

আপডেট:
১০ ডিসেম্বর ২০১৯ ২১:৫৯

দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী

প্রভাত ফেরী ডেস্ক: অবৈধভাবে অর্জিত সম্পদ দেশে-বিদেশে যেখানেই থাকুক না কেন, তা ভোগ করতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, জনগণের সম্পদ অবৈধভাবে দখল করে যারা সুখে রয়েছেন, তাদের বলতে চাই-দুদক সে ব্যবস্থা রাখবে না। তারা যেখানেই থাকুক না কেন, দুদক তাদের পেছনে রয়েছে।

আজ সোমবার সকালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুদক আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী শেষে তিনি এ কথা বলেন। এবার বাংলাদেশে দিবসটির প্রতিপাদ্য ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’।

জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। জাতিসংঘ সারা বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশনের (আনকাক) মাধ্যমে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করছে।

দুদক চেয়ারম্যন ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতিবাজ বা দুর্নীতি পরায়ণ যারা এবং যাদের চিন্তা চেতনায় দুর্নীতি অবস্থান করছে তাদের কাছে বার্তা থাকবে দুর্নীতির অর্থ, দুর্নীতির সম্পদ এটি তাদের নয়। এটি জনগণের সম্পদ। তাই জনগণের সম্পদ দেশে বিদেশে যেখানেই থাকুক না কেন জনগণের সম্পদ নিয়ে আপনি (দুর্নীতিবাজ) সুথে থাকবেন সেই সুখে থাকার ব্যবস্থা আমরা রাখব না। যেখানেই থাকুন না কেন দুদক আপনার (দুর্নীতিবাজ) পেছনে থাকবে। আপনাকে (দুর্নীতিবাজ) শান্তিতে সেই অবৈধ সম্পদ ভোগ করতে দেবে না, দেওয়া হবে না।

দুদক চেয়ারম্যান বলেন, ‘সবাই মিলে একসঙ্গে কাজ করে দুর্নীতি কমাতে হবে। সবাইকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী প্রজন্মের জন্য দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হবে। জনগণের সম্পদ লুট করে সুখে থাকতে পারবে না কেউই। লুণ্ঠিত সম্পদ শান্তিতে ভোগ করতে দেওয়া হবে না।’

এর আগে কবুতর ও বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করে সংস্থাটি। এসময় কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম ও সচিব মুহাম্মদ দিলোয়ার বখত, দুদক পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলী, সৈয়দ ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুদক সংস্থার মিডিয়া সেন্টারে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী ও গণস্বাক্ষরতার আয়োজন করেছে, যা আজ বিকেল পাঁচটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। একইসঙ্গে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে শাহবাগ মোড় পর্যন্ত মানববন্ধনের আয়োজন করা হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top