সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


আগামীকাল ২২ ডিসেম্বর সিডনি মাতবে বিজয় উল্লাসে


প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০১৮ ০৮:২৮

আপডেট:
১৯ মে ২০২৪ ০৩:০৪

আগামীকাল ২২ ডিসেম্বর সিডনি মাতবে বিজয় উল্লাসে

আগামীকালকের বিজয় দিবস কনসার্টে অংশ নিতে একঝাঁক তারকা এখন সিডনিতে। গ্রিনফিল্ড ইন্টারটেইনমেন্ট এর উদ্যোগে সিডনির বেলমোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিজয় দিবস মেগা কনসার্ট।  দিনব্যাপী এই উৎসবমুখর অনুষ্ঠানে থাকছেন দেশের জনপ্রিয় ব্যান্ড দল সোলস, ওয়ারফেইজ, শিল্পী ঐশীর পাশাপাশি থাকবেন   কৌতুক অভিনেতা মোঃ জামিল হোসেন ও আবু হেনা রনি ও ডিজে রাফসান সহ আরো অনেকে।

অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সব তারকা এখন সিডনিতে অবস্হান করছে।  তাদেরই একজন মিরাক্কেল খ্যাত জামিল হোসেন  আছেন অনুষ্ঠানের উপস্থাপনায়।নোয়াখালীর আঞ্চলিক ভাষায় অবলীলায় মঞ্চে উপস্থাপন করে থাকেন। বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত বিনোদন দেন অজস্র ভক্তকে। তিনি   বলেন, যেহেতু বিজয় দিবস কনসার্ট, অনেক বড় আয়োজন আশা করছি অস্ট্রেলিয়া প্রবাসি দর্শকরা এই বিজয় দিবস কনসার্টকে সফল করতে স্বতস্ফূর্ত ভাবে অংশগ্রহন করবে।শিল্পীদের পারফর্মেন্স দর্শকরা উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।







স্ট্যান্ডআপ কমেডিয়ান আবু হেনা রনি। মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৬-এর চ্যাম্পিয়ন তিনি। বর্তমানে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন টেলিভিশন শো, নাটক, সিনেমার কাজ নিয়ে।  এই কমেডিয়ান বিজয় দিবস কনসার্ট নিয়ে বলেন “ বাংলাদেশেও  এত শিল্পী  খুব কমই একসাথে অনুষ্ঠান করা হয়। আর এই অনুষ্ঠানের ব্যতিক্রমী দিক হলো এক একজন ভিন্নভাবে ভিন্নভাবে পারফর্ম করে থাকে। তাই বিজয় দিবস কনসার্টে যত বেশি বাংলাদেশি থাকবেন তত বেশি আমরা উৎসাহিত হব। আশা করছি এমন একটি সুন্দর অনুষ্ঠান হবে যা সিডনিতে আগে কখনো হয়নি।





ফাতিমা তুয যাহরা ঐশী নতুন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের একজন। স্টেজ, অ্যালবাম ও প্লেব্যাকে বর্তমানে দারুণ ব্যস্ত সময় পার করছেন তিনি। সিডনিতে পৌছে তিনি বলেন, আপনারা সবাই অনুষ্ঠান দেখতে আসবেন, যেহেতু আপনারা সবাই দেশের বাইরে থাকেন তাই আপনারা সবাই উপস্থিত  থাকলে আমাদের মনে হবেই না আমরা দেশের বাইরে কনসার্ট করছি। আমার বিশ্বাস আপনারা সবাই আমাদের সবার গান উপভোগ করবেন। 



আরেকজন শিল্পী মেহেদি হাসান বলেন, আমার এবারের শো করাটা একটু অন্য রকম কারন আমি এখানে বেড়াতে এসে সবাই অনুরোধ ও ভালোবাসায় গান করব যা দর্শকদের ভালো লাগবে।







বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড সোলস। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে সোলসের জনপ্রিয়তা।  ব্যান্ডটি তার অন্যরকম পারফর্ম নিয়ে হাজির হচ্ছে  বিজয় দিবস কনসার্টে। অনুষ্ঠান প্রসঙ্গে তারা বলেন,  এর আগে ও আমরা দুইবার সিডনিতে অনুষ্ঠান করেছি, কিন্তু এই  বার করছি প্রথম বারের মতো ওপেন এয়ারে । চারদিকে এই কনসার্টকে ঘিরে আমরা একটি আনন্দঘন পরিবেশ লক্ষ্য করছি।  এছাড়া আয়োজকরা আমাদের বলেছেন দুই থেকে আড়াই হাজার দর্শকদের সমাগম  হবে। যা সিডনিতে আমাদের জন্য নতুন আভিজ্ঞতা এবং খুবই আনন্দের বিষয়। আশা করছি দর্শকরা কনসার্টটি দারুনভাবে উপভোগ করবেন।

 

বিজয় দিবস কনসার্টের আয়োজক সংগঠন গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্টের পরিচালক ফয়সাল আজাদ বলেন, মেলা ব্যাতিত অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের ইতিহাসে এত বড় অনুষ্ঠান হয়নি। তাই কনসার্টটি সফল করতে সকল প্রবাসীর একান্ত সহযোগিতা কামনা করছি ।

 আয়োজক সংগঠন গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্টের আরেক পরিচালক এনামুল হক বলেন, বিশ্বসেরা সাউন্ড সিস্টেম এবং বাংলাদেশের একঝাঁক জনপ্রিয় শিল্পিদের নিয়ে এত বড় আয়োজন করতে যাচ্ছি। আমাদের কমিউনিটি এগিয়ে নিতে এই প্রয়াস। আশা করছি সকল প্রবাসী  স্বতস্ফূর্ত ভাবে অংশগ্রহন করে অনুষ্ঠাটি সফল করে তুলবে।

কনসার্টে জন প্রতি প্রবেশ ফি ২৫ ডলার তবে অনুর্ধ্ব ১২ বছর পর্যন্ত কোন প্রবেশ মূল্য লাগবে না। সিডনির বিভিন্ন গ্রোসারী শপ সহ অনলাইনে ( www.eventsntickets.com.au ) এবং স্টেডিয়ামের গেট থেকে   টিকিট ক্রয় করা যাবে। যে কোন তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন – ০৪৩৩২৪০৩১৪, ০৪৩৩৮০৭৩৬৭, ০৪০২৭০৬৬৬২, ০৪৫১২৭১১৫৯ নাম্বারে।





 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top