সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


সিডনিতে আতিক-মিতার সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত


প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০১৯ ১২:১৮

আপডেট:
১৯ মে ২০২৪ ০৪:১০

সিডনিতে আতিক-মিতার সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

নাইম আবদুল্লাহঃ গত ১২ ই জানুয়ারী (শনিবার) সন্ধ্যা সাড়ে ছয়টায় সিডনির ব্যাংকস টাউন ব্র্যান ব্রাউন থিয়েটারে আতিক হেলাল ও মিতা আতিকের একক সংগীত অনুষ্ঠিত হয়। নতুন বছরের “গানে গানে জোছনা” শিরোনামে এই সংগীত অনুষ্ঠানে শিল্পী জুটি দেশের গান, নজরুল গীতি, রবীন্দ্র সংগীত, তাদের মৌলিক গান, হারানো দিনের বাংলা গান, গজল ও হিন্দি গান পরিবেশন করেন।



 



 অনুষ্ঠানে যন্ত্রে সংগত করতে বাংলাদেশ থেকে আসেন প্রথিতযশা শিল্পীরা। সঙ্গীতকার জিয়াউল ইসলাম তমাল, কীবোর্ডে রাজিব আহমেদ, গিটারে সোহেল খান, মেহেদী হাসান অনি, তানভীর হাওলাদার। আয়োজক ছিল বাংলাদেশি আইডল সিডনী’র স্বত্বাধিকারীও এই শিল্পী দম্পতি।



 



সঙ্গীত সন্ধ্যায় এই প্রজন্মের দশ বছর বয়সী ক্ষুদে বেজ গীটারিস্ট দিপ্র শিল্পী আতিক হেলালের ত্রিশ বছর আগের দুইটি গানে গীটার বাজিয়ে দর্শক শ্রোতাদের ব্যাপক প্রশংসা অর্জন করে। শিল্পী আতিক হেলাল জানান, প্রবাসে মূলত নুতন প্রজন্মকে উৎসাহিত করতেই এই ক্ষুদে শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি।



 



আতিক হেলাল এবং মিতা আতিক শিল্পী জুটি সিডনিতে তাদের দ্বৈত ও একক গানের প্রতিটি সুরে যত্ন ও আবেগের ছোয়া রয়েছে। তাদের যুগল পরিবেশনা মন্ত্রমুগ্ধ করে। তারা সত্যিই অনুষ্ঠানে “গানে গানে জোছনা নামিয়েছিলেন। সঙ্গীত অনুষ্ঠান শেষে দর্শকদের এইসব মন্তব্য করতে শোনা গেছে।





উল্লেখ্য বাংলাদেশের প্রথিতযশা শিল্পীরা বাংলাদেশী আইডলের আমন্ত্রণে সিডনিতে বহু অনুষ্ঠানে যোগ দিয়েছেন। অনুষ্ঠান শেষে শিল্পী দম্পতি উপস্থিত সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top