সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


সিডনির মিন্টোতে বসন্ত বরন উৎসব 'ফাগুন হাওয়া' ১০ই মার্চ


প্রকাশিত:
১০ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৫৮

আপডেট:
১৯ মে ২০২৪ ০১:৫২

সিডনির মিন্টোতে বসন্ত বরন উৎসব 'ফাগুন হাওয়া' ১০ই মার্চ

সিডনিতে চিরায়ত বাংলার ঋতুরাজ বসন্তকে বরণের এই উৎসবের আয়োজন করেছে  'দ্যা ফ্রেন্ডস ইভেন্ট প্রাইভেট লিমিটেড' ।বসন্তকে বরণেকে সফল করতে গতকাল লাকেম্বার  বনফুল রেষ্টুরেন্টে  আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। । এই সময় আয়োজকরা মেলা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন । 

তারা জানান বসন্তকে বরণ উৎসবের নাম দেওয়া হয়েছে 'ফাগুন হাওয়া' যা  আগামী ১০ই মার্চ রবিবার দুপুর ১২:০০টা থেকে বিকেল ৬:০০টা পর্যন্ত সিডনি রনমোর কমিউনিটি সেন্টার, মিন্টোতে অনুষ্ঠিত হবে। দুপুরের খাবার সহ অনুষ্ঠানের প্রবেশ মূল্য  ১৫ ডলার।

{facebook-video-on}

 অনুষ্ঠানমালায় থাকছে ফেস পেইন্টিং, কিডস এন্টারটেইমেন্ট, কালচারাল প্রোগ্রাম, মিউজিক, নাচ, সালমিন তানহার 'দ্যা লুক' এর ফ্যাশন শো এবং সেলিমা বেগমের 'কিশোর সংঘ'র নাচ ও গান।





আয়োজকরা আশা করছেন গান, নাচ, কবিতায় চলবে ফাগুন-বসন্ত বরণ। হলুদ শাড়ি পরে, মাথায় খোঁপা বেঁধে নারীরা আসবেন উৎসবে। কোমল সাজে শিশুদের পদচারণায় মুখর থাকবে উৎসব প্রাঙ্গণ।

 আবিদা আসওয়াদ, নাছরিন পলি, তিসা তানিয়া ও পপি কবির ফাগুন হাওয়া' মেলার  আয়োজক । অন্যান্য সহযোগীতার মধ্যে রয়েছে ফারুক খান ।





প্রসঙ্গত,   ২০১৫ সালে তিসা তানিয়ার উদ্যোগে 'ফাগুন হাওয়া' মেলার যাত্রা শুরু হয় । 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top