সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন


প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৫৮

আপডেট:
১৯ মে ২০২৪ ০১:৫২

বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

গত ২৩ সে ফেব্রুয়ারী শনিবার সিডনির রকডেল এ পালকি রেস্টুরেন্টে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার  উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা  দিবস উপলক্ষে  এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের  আয়োজন করে |  বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার  সভাপতি মোঃ সিরাজুল হকের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাঃ সম্পাদক  গিয়াস উদ্দিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে ছিলেন বঙ্গবন্ধু পরিষদ সিডনি, অস্ট্রেলিয়ার সভাপতি, ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাসুদুল হক | বিশেষ অতিথি হিসেবে ছিলেন বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার প্রাক্তন সভাপতি, ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. কাইয়ুম পারভেজ, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ড. রতন কুন্ডু ও আওয়ামী লীগ সিডনি শাখার  সভাপতি, টেম্পি পার্ক বৈশাখী মেলার রূপকার জনাব গাউসুল আলম শাহজাদা |





ভাষা শহীদ সহ মহান স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় | এরপর সমবেতভাবে বাংলাদেশের জাতীয় সংগীত ও একুশের গণসংগীত- আমার ভাইয়ের রক্তে রাঙানো পরিবেশন করা হয় | সভায় সূচনা বক্তব্য রাখেন স্বাধীনতা যুদ্ধের সময় রেডিও বাংলাদেশের চরমপত্র খ্যাত এম আর আকতার মুকুলের কন্যা কবিতা পারভেজ | আলোচনায় অংশগ্রহন করেন ডঃ কাইউম পারভেজ, ডঃ রতন কুন্ডু ,ডঃ মাসুদুল হক, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক  রফিকুল ইসলাম, ,আশরাফুল লাবু,সাংগঠনিক সম্পাদকঃ জনাব মোসলেউর রহমান খুশবু, মোহাম্মদ আলম , সিডনি আওয়ামী লীগের সভাপতি গাউসুল আলম শাহজাদা, সাধারন সম্পাদক ফয়সাল আজাদ, যুগ্নসাধারন সম্পাদক মোহাম্মদ জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আইজিদ আরাফাত অরুপ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মেহেদি হাসান (সুমন),আলতাফ হোসেন লাল্টু সহ আরো অনেকে | উপস্থিত ছিলেন সালাউদ্দিন বেপারী, সুমন সাহিব, নির্মল কস্তা, জহির চেয়ার ম্যান, মেহেদি হাসান কচি, জহিরুল সাহেব সহ  অন্যান্য নেতৃবৃন্দ। 





সভায় উক্ত দিবসের গুরুত্ত্ব, বর্তমান কর্মসূচি ও ভভিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয় | এই দিবসটিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কানাডা প্রবাসী প্রায়ত রফিকুল ইসলামের প্রস্তাবনা ও তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় | বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা ও অন্যান্য নৃতাত্ত্বিক ও আঞ্চলিক ভাষা সংরক্ষণে তাঁর গৃহীত পদক্ষেপকে সাধুবাদ জানানো হয় | বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার ব্যানারে প্রতি বৎসর ভাষা মেলা, সেমিনার ও অন্যান্য কর্মসূচির প্রস্তাবনা গৃহীত হয় |



সাংস্কৃতিক পর্বে নমিদ ফারহানের সাউন্ড সেটাপে সংগীত পরিবেশন করেন আয়েশা কলি, রুনু রফিক ও নিলুফা ইয়াসমিন | অনুষ্ঠান শেষে আগত অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয় |  


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top