সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


সিডনির ফেয়ারফিল্ড বৈশাখী মেলা ২০১৯ উপলক্ষ্যে মত বিনিময় সভা


প্রকাশিত:
৬ মার্চ ২০১৯ ০৭:০৮

আপডেট:
১৯ মে ২০২৪ ০৩:৪৪

সিডনির ফেয়ারফিল্ড বৈশাখী মেলা ২০১৯ উপলক্ষ্যে মত বিনিময় সভা

গত ০৫ ই মার্চ ২০১৯ সিডনির রকডেল এ পালকি রেস্টুরেন্টে বঙ্গবন্ধু পরিষদ সিডনি অস্ট্রেলিয়ার আগামী ৬ ই এপ্রিল ফেয়ারফিল্ড বৈশাখী মেলা ২০১৯ উপলক্ষ্যে মত বিনিময় আয়োজন করে | সভায় সিডনির অধিকাংশ প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিক, বেতার, ফটো, টেলিভিশন সাংবাদিক, রিপোর্টার, লেখক, কলামিস্ট ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন | 

এ বারের মেলায় টাইটেল স্পনসর হলোঃ অস্ট্রাল বিল্ডার্স | সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতিঃ ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাসুদুল হক ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বৈশাখী মেলা কমিটির আহ্বায়ক টেম্পি মেলার রূপকার -জনাব গাউসুল আলম শাহজাদা | বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ড. রতন কুন্ডুর সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় | ড. মাসুদুল হক  মেলার ইতিহাস ও মেলার বিভিন্ন দিক, সুবিধা, অসুবিধা, নতুন সংযোজন নিয়ে বিস্তারিত আলোচনা করেন | তিনি জানান যে টেম্পি মেলায় বিশাল জননসমাবেশের কারণে স্থান সংকুলানের সমস্যা ও পার্কিংয়ের সমস্যার কারণে টেম্পি রিজার্ভ হতে মেলা ফেয়ারফিল্ড সোগ্রাউন্ডে স্থানান্তর করা হয়েছে | নতুন ভেন্যুতে গতবারের প্রথম আয়োজনই বিশাল সাফল্য অর্জন করে | মেলা প্রাঙ্গনে ২০০০ এর উপর ফ্রি পার্কিং আছে | ATM, নামাজের ব্যবস্থা সহ আশেপাশে আরো পার্কিং এর সুবিধা আছে | দর্শক শ্রোতাদের সুবিধা বিবেচনা করে অনলাইন এ টিকেট প্রাপ্তির বন্দোবস্ত করা হয়েছে | 





Online Ticket link: 

https://www.trybooking.com/361162





মেলা চত্বর সদ্য নতুন করে উন্নীত করাতে মেলার পরিবেশ নিশ্চিত হয়েছে | অর্থাৎ একই জায়গায় বসে শান্তিপূর্ণ পরিবেশে সব ধরণের সেবা ও সুযোগ সুবিধা উপভোগ করতে পারবে | মেলা ভেনুতে একসাথে হাজার হাজার লোক একত্রিত হয়ে ভেন্যুর কেন্দ্রে অবস্থিত মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবে | যথারীতি বিভিন্ন রকমের সুস্বাদু খাবার ও বিপণন সামগ্রীর ষ্টল বরাদ্দ দেয়া হয়েছে | বাচ্চাদের বিনোদনের জন্য থাকবে বিভিন্ন রাইডস | সাটল বাস সার্বক্ষণিক ভাবে রেলওয়ে স্টেশন থেকে মেলা ভেনুতে যাত্রী পরিবনের জন্য নিয়োজিত থাকবে | সংগীত পিপাসুদের কথা বিবেচনা করে এবার দেশের সবচেয়ে জনপ্রিয় শিল্পী হাবিব ও ফেরদৌস ওয়াহিদকে আমন্ত্রণ জানানো হয়েছে ও তাঁদের ভিসা নিশ্চিত হয়েছে | গেলবারের মতো এবারেও থাকছে বর্ণিল আলোকসজ্জা ও ফায়ার ওয়ার্কস | সভায় জনাব শাহজাদা সবার প্রশ্নের উত্তর দেন ও তাদের পরামর্শ মোতাবেক আইটেম সংযোজন-বিয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন | 





সভাশেষে মূল স্পনসর অস্ট্রাল বিল্ডার্স এর কর্মকর্তাদের সাথে সবার পরিচয় করিয়ে দেয়া হয় | অস্ট্রাল এম ডি  নজরুল ইসলাম  শুভেচ্ছা বক্তব্যে সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন | অস্ট্রেলিয়া প্রবাসী সব বাঙালিদের মেলায় আমন্ত্রণ জানান মেলা আহ্বায়ক জনাব শাহজাদা | সভাশেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয় | -সংবাদ বিজ্ঞপ্তি


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top