সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


স্বর্গীয় মুর্ছনায় সিডনিতে অনুষ্ঠিত হলো ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা


প্রকাশিত:
৭ এপ্রিল ২০১৯ ১৩:০৮

আপডেট:
১৯ মে ২০২৪ ০৩:৪৪

স্বর্গীয় মুর্ছনায় সিডনিতে অনুষ্ঠিত হলো ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা

অস্ট্রেলিয়ান মাল্টিকালচারালিজম এবং বৈশ্বিক সংস্কৃতির অন্যতম এক কেন্দ্রস্থল হিসেবে সিডনি আন্তর্জাতিকভাবে বিখ্যাত। বিশ্ববিখ্যাত এই শহরে সারা পৃথিবী থেকে আগত নানা ভাষার, ধর্মের ও সংস্কৃতির মানুষেরা সম্প্রীতি ও সৌহার্দ্যের সাথে বসবাস করে। সিডনিতে বসবাসকারী বাংলাদেশী কমিউনিটি অভিবাসী সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। ক্রমবর্ধমান বাংলাদেশী কমিউনিটিতে সারা বছর জুড়েই বিভিন্ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। তবে এবারেই প্রথমবারের মতো বাংলা ভাষায় অনুষ্ঠিত হলো ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা ‘ডিভাইন মেলোডিজ’, ধর্মীয় সংস্কৃতির আবহে উপস্থাপিত গান ও নানা উপস্থাপনায় মুগ্ধ হয়েছে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা।



গত ৩১ মার্চ ২০১৯ রবিবার সন্ধ্যা ৫:৩০ এ সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ক্যাম্পসিতে অবস্থিত ওরিয়ন ফাংশন সেন্টারে এই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এদিন বিকেল থেকেই সপরিবারে আগত বাংলাদেশী দর্শকদের ভীড়ে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে উঠে।





প্যান প্যাসিফিক ভিশন ইন্ক আয়োজিত এ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন-সহযোগিতায় ছিলো আন্তর্জাতিক সাহায্য সংস্থা হিউম্যান এ্যাপিল সহ আরো বেশ কিছু সংগঠন। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে ছিলো বাংলাদেশে থেকে আগত সুপরিচিত ইসলামী সঙ্গীত শিল্পী সাইফুল্লাহ মানছুর এবং আনম মশিউর রহমান। বিখ্যাত লোকসঙ্গীত গবেষক এবং নজরুল শিল্পী মোস্তফা জামান আব্বাসীর ভ্রমণের সমস্ত আয়োজন সম্পন্ন হলেও শেষ মুহুর্তে বিরাশি বছর বয়স্ক এ গায়ক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়াতে অস্ট্রেলিয়া আসতে পারেননি।





অনুষ্ঠানে দর্শকদের মন জয় করে অপূর্ব মুর্ছনায় স্রষ্টার প্রশংসা, প্রিয়নবী সা. এর স্মরণগাথা এবং গ্রামবাংলার নানা দিক নিয়ে গান গেয়ে শোনায় এবং খন্ডনাটিকা পরিবেশন করে মেলবর্ণের ইয়ারা শিল্পী গোষ্ঠী, সিডনির উক্তি শিল্পী সংগঠন, লিটল মুসলিমস, ইয়ং মুসলিম ব্রাদারস, ইয়ং মুসলিম সিস্টারস, লিটল মুসলিমাহ, আল তাযকিরাহ ইনস্টিটিউট, কোয়েকারস হিলস এরাবিক স্কুল প্রভৃতি সাংস্কৃতিক দল। ছোট্ট শিশু কিশোরদের এসব পরিবেশনা দর্শকদেরকে আনন্দিত ও মুগ্ধ করেছে।



পরবর্তীতে রাত নয়টার দিকে মঞ্চে আসেন অতিথি শিল্পী সাইফুল্লাহ মানছুর এবং মশিউর রহমান। তাদের জনপ্রিয় কয়েকটি ইসলামী গান দর্শকদের মাঝে প্রচুর সাড়া জাগিয়েছে। এ সময় দর্শকদের বারংবার গান গাওয়ার অনুরোধ এবং নানা প্রিয় গান শোনার অনুরোধ ছিলো লক্ষ্যণীয়। কখনো আবেগপূর্ণ কথা ও সূর, আবার কখনো উদ্দীপনা ও প্রেরণার তানে তারা দর্শকদেরকে মাতিয়ে রাখেন।





সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকেম্বা আসনের নবনির্বাচিত স্টেট এমপি জিহাদ দীব। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশী কমিউনিটির সাংস্কৃতিক কর্মকান্ড এবং সামাজিক অবদানের প্রশংসা করেন। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত শিল্পীদেরকে বাংলা ভাষায় ইসলামী সংস্কৃতি চর্চায় অবদানের স্বীকৃতিস্বরুপ আয়োজনকারী সংস্থা লাইফটাইম এচিভমেন্ট এওয়ার্ড প্রদান করা হয়।





সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশী কাউন্সিলর শাহ জামান টিটো, সিডনির মিডিয়া ব্যক্তিত্ব আবদুল্লাহ ইউসুফ শামীম ও সাংবাদিক নাঈম আবদুল্লাহ, সুলায়মান দেওয়ান, শিবলী আবদুল্লাহ, মাহমুদ আলম, বিশিষ্ট চিকিৎসক ডা. মোহাম্মদ সাদেক এবং ডা. মোদাচ্ছের হোসাইন, বিশিষ্ট ইসলামী ব্যাক্তিত্ব আবদুল গণি চৌধুরী, ড. রফিকুল ইসলাম, ড. ইসমাইল হোসাইন, অলি আহমেদ, ড. আতাউর রহমান, ড. হাসান হাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার ইরতাজ আহমেদ, ড. সিরাজুল ইসলাম, মুনির হোসাইন, শহীদুল ইসলাম, আলমগীর হোসাইন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দরা।





সবমিলে ইসলামী গানের এমন ব্যতিক্রমী পরিবেশনা এ অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। অনুষ্ঠান শেষে পবিত্রতার এক অনুভূতি নিয়ে বাড়ি ফেরা দর্শকদের অভিব্যক্তিতে বুঝা যায় এটি যেন সত্যিই একটি স্বর্গীয় মুর্ছনা ছড়িয়ে দেয়া স্বার্থক একটি আয়োজন ছিলো।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top