সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


১২ মে বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের সাথে সিনেটর মেহরিন ফারুকীর ইফতার


প্রকাশিত:
১০ মে ২০১৯ ২০:২০

আপডেট:
১৯ মে ২০২৪ ০১:১৮

১২ মে বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের সাথে সিনেটর মেহরিন ফারুকীর ইফতার

অস্ট্রেলিয়ার প্রথম মুসলিম নারী সিনেটর মেহরিন ফারুকী সম্মানে ইফতার ডিনারের আয়োজন করেছে বাংলাদেশ কমিউনিটি কাউন্সিল অস্ট্রেলিয়া, আমরা বাংলাদেশী, সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল, বাংলাকথা, প্রভাতফেরী, ইসলামী বার্তা সহ বেশ কয়েকটি সংগঠন।  আগামী ১২ মে রবিবার রকডেলের বনলতা রেস্টুরেন্টে এই ইফতার ডিনারের আয়োজন করা হয়েছে। সিনেটর মেহরিন ফারুকীর  সাথে ইফতার ডিনারে আরো অংশগ্রহন করবেন সাবেক গ্রীন সিনেটর লি রিয়ানন, গ্রীন পার্টি নেতা এমেট ডে ভালডারিথ।



অস্ট্রেলিয়ায় ইতিহাসে প্রথম মুসলিম নারী সিনেটর মেহরুন ফারূকী। গত বছরের ১৫ই আগষ্ট তাকে সিনেটের একটি শূন্য পদে গ্রীন পার্টি থেকে মনোনয়ন দেওয়া হয়। এর আগে ২০১৩ সালে তিনি নিউ সাউথ ওয়েলস সংসদের এমএলসি নির্বাচিত হন। পাকিস্তানী বংশোদ্ভূত পরিবেশ প্রকৌশলী মুসলিম নারী মেহরুন ফারূকী নারীবাদী হিসাবেও বেশ পরিচিত।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top