সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


সিনেটর মেহেরুন ফারুকীর সঙ্গে প্রভাত ফেরীর সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ


প্রকাশিত:
১৪ মে ২০১৯ ০৫:৫৩

আপডেট:
১৯ মে ২০২৪ ০১:১৮

সিনেটর মেহেরুন ফারুকীর সঙ্গে প্রভাত ফেরীর সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

গত ১২ মে রবিবার রকডেলের বনলতা রেস্টুরেন্টে  অস্ট্রেলিয়ার প্রথম মুসলিম নারী সিনেটর মেহরিন ফারুকীর সম্মানে ইফতার ডিনারের বিরতিতে  প্রভাত ফেরীর সম্পাদক এবং অস্ট্রেলেশিয়ান ইন্টারন্যাশনাল একাডেমির ডিরেক্টর শ্রাবন্তী কাজী আশরাফীর নেতৃত্বে  প্রভাত ফেরীর সম্পাদনা পরিষদ সিনেটর মেহরিন ফারুকীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। । এই সময় শ্রাবন্তী কাজী আশরাফী বলেন যে, নিরপেক্ষ এবং কমিউনিটির জন্য প্রয়োজনীয় তথ্য প্রদান করা এবং কমিউনিটিতে অস্ট্রেলিয়ান মূল্যবোধ তুলে ধরা এবং তা প্রতিষ্ঠা করাই হচ্ছে প্রভাত ফেরীর অন্যতম উদ্দেশ্য। এর মধ্যে প্রভাত ফেরী পারিবারিক সহিংসতা প্রতিরোধ করার জন্য বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে এবং ভিক্টিমদের আইনী সাহায্য দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। এই বিষয়ে জন সচেতনতা তৈরী করার জন্য তিনি সিনেটর মেহেরুন ফারুকীর সহযোগিতা  কামনা করেন।





সিনেটর ফারুকী কমিউনিটিতে প্রভাত ফেরীর ভুমিকার জন্য ভূয়সী প্রশংসা করেন। তিনি এই সময় তার  দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এবং প্রভাত ফেরীকে সব ধরনের সহযোগীতার করার আশ্বাস প্রদান করেন। সিনেটর শ্রাবন্তী কাজীকে তার অফিসে কফির জন্য আমন্ত্রণ জানান। এই সময় প্রভাত ফেরীর উপদেষ্টা ডাঃ হালিম চৌধুরী, ডাঃ একরামুল এইচ চৌধুরী, ডঃ ফয়সাল আহমেদ এবং বিশিষ্ট ব্যবসায়ী ও প্রভাত ফেরীর প্রকাশক সোলায়মান দেওয়ান উপস্থিত ছিলেন। 





অনুষ্ঠানে প্রভাত ফেরীর পক্ষ থেকে ডাঃ হালিম চৌধুরী বক্তব্য রাখেন। ডাঃ হালিম চৌধুরী বলেন যে, তিনি মানসিক হাসপাতালের প্রধান ডাক্তার হিসাবে দীর্ঘ ৩০ বছর ধরে অস্ট্রেলিয়াতে কাজ করে যাচ্ছেন। মাইগ্রেন্টদের সহ এখানে কমিউনিটিতে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য তিনি মেহেরুন ফারুকীর প্রতি আহবান জানান।





সবশেষে সিনেটর মেহেরুন ফারুকী ও সাবেক গ্রীন সিনেটর লি রিয়াননের হাতে প্রভাত ফেরীর সৌজন্য সংখ্যা তুলে দেওয়া হয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top