সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


লেটস টক সার্ভিক্যাল স্ক্রিনিং সচেতনতা প্রকল্প উদ্বোধন


প্রকাশিত:
৫ জুন ২০১৯ ০২:৫১

আপডেট:
১৯ মে ২০২৪ ০৪:২০

লেটস টক সার্ভিক্যাল স্ক্রিনিং সচেতনতা প্রকল্প উদ্বোধন

নিউ সাউথ ওয়েলস ক্যান্সার ইন্সটিটিউট এর অর্থায়নে, মেট্রো অ্যাসিস্ট ‘লেটস টক’ নামক  সার্ভিক্যাল স্ক্রিনিং সচেতনতা প্রকল্প চালু করতে যাচ্ছে । এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে সাংস্কৃতিক ও ভাষাগতভাবে বৈচিত্র্যপূর্ণ কমিউনিটির নারীদের মধ্যে সার্ভিক্যাল স্ক্রিনিং এ অংশ নেবার ব্যাপারে  সচেতনতা গড়ে তোলা ।



নিয়মিত সার্ভিক্যাল স্ক্রিনিং এর মাধ্যমে সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব । নবায়নকৃত জাতীয় সার্ভিক্যাল স্ক্রিনিং প্রোগ্রাম এর অংশ হিসাবে ২০১৭ এর ডিসেম্বর থেকে প্যাপ টেস্ট এর বদলে সার্ভিক্যাল স্ক্রিনিং টেস্ট চালু করা হয়েছে । প্রতি দুই বছর এর পরিবর্তে পাঁচ বছর অন্তর অন্তর খুব নিরাপদে সার্ভিক্যাল স্ক্রিনিং পরীক্ষা করা যায়  এবং হেলথ ডিপার্ট্মেন্ট এর মতে এতে করে অন্তত ত্রিশ শতাংশ বেশী নারীকে সার্ভিক্যাল ক্যান্সার থেকে সুরক্ষা দেওয়া যাবে ।



জাতীয় সার্ভিক্যাল স্ক্রিনিং প্রোগ্রাম  চালু হবার পর থেকে সার্ভিক্যাল ক্যান্সার এর ঘটনা এবং এ জনিত মৃত্যু প্রায় অর্ধেক এ নেমে এসেছে ।



হেলথ ডিপার্ট্মেন্ট এর তথ্য অনুযায়ী, সার্ভিক্যাল ক্যান্সার এ আক্রান্ত ৮০ শতাংশ নারীই নিয়মিত সার্ভিক্যাল স্ক্রিনিং এ অংশ নেননি কিংবা কখনই কোন পরীক্ষা করাননি । অভিবাসী নারীদের সার্ভিক্যাল স্ক্রিনিং এ কম অংশ নেবার কারণ হিসাবে সেবা সংক্রান্ত তথ্য না জানা, ভাষাগত বাধা, সাংস্কৃতিক বিশ্বাস এবং প্রক্রিয়া ও ফলাফল সম্পর্কিত  ভয়ভীতি কে দায়ী করা যায় ।



‘লেটস টক’  প্রকল্পটি কমিউনিটি তে সার্ভিক্যাল স্ক্রিনিং বিষয়ক কথোপকথন এর সূত্রপাত করবে যেন অভিবাসী নারীদের মধ্যে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কথাবার্তা ও আলোচনাকে স্বাভাবিক করে তোলা যায় ।    



‘লেটস টক’  এর প্রকল্প নেতা মৌসুমি মার্টিন, অভিবাসী কমিউনিটিতে স্বাস্থ্য-আলোচনা এবং সার্ভিক্যাল স্ক্রিনিং বিষয়ক সচেতনতা গড়ে তোলার গুরুত্ব ব্যাখ্যা করে বলেন,  



 



“আমরা জানি আমাদের কমিউনিটির মানুষেরা সার্ভিক্যাল স্ক্রিনিং নিয়ে তাদের সহকর্মী কিংবা বন্ধুবান্ধবদের সাথে খুব কম ক্ষেত্রেই আলোচনা করে । আমরা এটাও জানি যে নিউ সাউথ ওয়েলস এর বৈচিত্র্যপূর্ণ কমিউনিটির কাছে সার্ভিক্যাল স্ক্রিনিং এ অংশগ্রহণ করতে উৎসাহিত করার বার্তা পৌঁছে দিতে  হলে আমাদের ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে ।“



 



“এসব বিষয় নিয়ে সহকর্মীদের মাঝে এবং কমিউনিটিতে কথা বলার জন্য নারীদের ক্ষমতায়িত, সহজ ও যথেষ্ট নিরাপদ বোধ করা প্রয়োজন ।“  



 



এই প্রকল্প জাতীয় সার্ভিক্যাল ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম কে নারীদেরকে শিক্ষণ সেশন করিয়ে এবং তাদের নিজের ভাষায় লিখিত উপকরণ প্রদান করে, কমিউনিটি নেতাদের এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট করে  এবং নারী স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আয়োজন এর মাধ্যমে সহযোগিতা করবে । উনিশে জুন ২০১৯, বুধবার সকাল ১০ টা থেকে ১ টা, ব্যাঙ্কসটাউন আর্টস সেন্টার এ এই প্রকল্পের যে আনুষ্ঠানিক উদ্বোধন হবে সেটিও এই কার্যক্রমের অন্তর্ভুক্ত ।  


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top