সিডনী বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১


সিডনিতে কমিউনিটির প্রিয় মুখ হারুনুর রশিদের ইন্তেকাল


প্রকাশিত:
১৬ জুন ২০১৯ ২২:২৭

আপডেট:
৯ মে ২০২৪ ১৮:১৯

সিডনিতে কমিউনিটির প্রিয় মুখ হারুনুর রশিদের ইন্তেকাল

গত ১৫ই জুন,শনিবার চিকিৎসাধীন অবস্থায় সিডনির কনকর্ড হাসপাতালে ভোর ৪ .৩০  সিডনির বিশিষ্ট  সমাজ সেবক হারুনুর রশিদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে উনার বয়স ছিল প্রায় ৭৫। উনি এক স্ত্রী, দুই ছেলে এবং এক কন্যা সন্তানসহ অসংখ্য স্বজন রেখে গেছেন।ঐ  দিন ল্যাকেম্বার বড় মসজিদে বাদ জোহর  নামাজের জানাজা শেষে রুকউড সিমেট্রিতে ( মুসলিম কবরস্তানে ) দাফন করা হয়। এতে কমিউনিটি নেতাসহ প্রবাসের সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।



মরহুমের গ্রামের বাড়ি বাংলাদেশে চট্রগ্রামের রাউজান উপজেলায়। গত ৩৪ বছর  সিডনি শহরেই বসবাস করে আসছিলেন। বাংলাদেশী কমিনিউটির প্রথম সেফটন মসজিদ প্রতিষ্ঠা করার পিছনে উনার অবদান বাংলাদেশীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

 এদিকে বৃহত্তর চট্রগ্রাম সমিতির উদ্যোগে  মরহুমের আত্মার মাগফেরাতের উদ্দ্যেশে মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

স্থান : রকডেল মসজিদ

সময়: বাদ মাগরিব

তারিখ: ১৬ই জুন ২০১৯, রবিবার


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top