সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


‘হোয়াইট রিবন অস্ট্রেলিয়া’ সম্মাননা পেলেন অ্যাম্বাসেডর আবুল কালাম আজাদ


প্রকাশিত:
২৮ জুন ২০১৯ ০৫:৫৯

আপডেট:
১৯ মে ২০২৪ ০৫:২০

‘হোয়াইট রিবন অস্ট্রেলিয়া’ সম্মাননা পেলেন অ্যাম্বাসেডর আবুল কালাম আজাদ

হোয়াইট রিবন অস্ট্রেলিয়া’ থেকে সম্মাননা পেলেন অ্যাম্বাসেডর আবুল কালাম আজাদ খোকন। এই অ্যাওয়ার্ডটি প্রদান করা হয় যে সকল অ্যাম্বাসেডর মাল্টিকালচারাল কমিউনিটিতে স্বেচ্ছাসেবক হিসাবে শিশু ও নারী নির্যাতন প্রতিরোধক (ডোমেষ্টিক ভায়োলেন্স) সফল ভাবে কাজ করে যাচ্ছে।



হোয়াইট রিবন অস্ট্রেলিয়া অ্যাম্বাসেডর আবুল কালাম আজাদ খোকনের উদ্যোগে প্রতি বছর দুটি অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। একটি ২৫ নভেম্বর ‘হোয়াইট রিবন ডে’ এবং অপরটি ২৮ জুলাই ‘হোয়াইট রিবন নাইটস’। শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক কাজকেই অস্ট্রেলিয়াতে ‘হোয়াইট রিবন অস্ট্রেলিয়া’ বলা হয়ে থাকে। 



“হোয়াইট রিবন অস্ট্রেলিয়া” একটি স্বেচ্ছাসেবী সংস্থা যা শিশু ও নারী নির্যাতনের বিপক্ষে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। অস্ট্রেলিয়ার কমিউনিটিতে সংস্থাটির অন্যতম প্রতিনিধি হিসেবে সফলতার সাথে তিনি গত তিন বছর যাবৎ কাজ করে আসছেন। এই সংগঠন থেকে এ পর্যন্ত তিনি ৬টি জনসচেতনতামূলক অনুষ্ঠান স্বার্থকভাবে সম্পন্ন করেছেন। এর ভেতরে আছে তিনটি হোয়াইট রিবন ডে এবং তিনটি হোয়াইট রিবন নাইট। 



আজাদ খোকন একাধারে সাংবাদিক, সম্পাদক, নার্স, মানসিক স্বাস্থ্য এডুকেটর,মাইন্ডফুলনেস এডুকেটর, জাষ্টিস অব দ্যা পিস, সংগঠক এবং ভলেন্টারি।প্রবাসে তিনি ১০টি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে কাজ করছেন। উল্লেখ্য যে, অস্ট্রেলিয়াতে বাংলাদেশি কমিউনিটির মধ্যে আবুল কালাম আজাদ খোকনই প্রথম ও একমাত্র হোয়াইট রিবন অস্ট্রেলিয়া অ্যাম্বাসেডর।



অস্ট্রেলিয়ার কমিউনিটিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বহুবার সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার নোমিনেশন সার্টিফিকেট, সিটিজেন অব দ্য ইয়ার নোমিনেশন সার্টিফিকেট, ভলেন্টারি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড, হারমনি ডে অ্যাওয়ার্ড, স্টার অ্যাওয়ার্ড, কমিউনিটি অ্যাওয়ার্ড, পার্লামেন্ট অ্যাওয়ার্ডসহ ৬০টির মতো সন্মাননায় ভূষিত হয়েছেন তিনি।



এই অ্যাওয়ার্ড অর্জনের অনুভূতি তিনি বলেন, “খুবই অনুপ্রাণিত ও সম্মানিত বোধ করছি কাজের স্বীকৃতি পেয়ে। ধন্যবাদ সম্মানিত হোয়াইট রিবন জুরিবোর্ডের সদস্যদের। সেই সঙ্গে ধন্যবাদ যারা আমার সাথে অক্লান্ত পরিশ্রম করে। এই পুরস্কারটি উৎসর্গ করতে চাই, সমাজের নির্যাতিত শিশু ও নারীকে।“


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top