সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


এমএলসি মুভমেন্ট ইন্টারন্যাশনাল ইনক এর নির্বাহী বোর্ডের নিয়মিত সভা অনুষ্ঠিত


প্রকাশিত:
২৮ জুলাই ২০১৯ ১৮:২৪

আপডেট:
১৯ মে ২০২৪ ০৭:৪৫

এমএলসি মুভমেন্ট ইন্টারন্যাশনাল ইনক এর নির্বাহী বোর্ডের নিয়মিত সভা অনুষ্ঠিত

গত ২৭ জুলাই ২০১৯ এমএলসি মুভমেন্ট ইন্টারন্যাশনাল ইনক এর নির্বাহী বোর্ডের নিয়মিত সভা সিডনির আরমিংটনের  ৬৫ স্পারওয়ে স্ট্রিটে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের  প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন নির্মল পাল। সংগঠনের ডাইরেক্টর (প্রশাসন) হুসাইন মহসিন এর পরিচালনায় উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব সাবেক কাউন্সিলর ও সংগঠনের নির্বাহী সদস্য রাজ দত্ত,ডাইরেক্টর (ফাইন্যান্স) তিথন পাল, নির্বাহী সদস্য মিষ্টি পাল এবং প্রমুখ। সভায় সংগঠনের সার্বিক কর্মকাণ্ড এবং কর্মপন্থা নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়। বিগত সভায় গৃহীত সিদ্ধান্ত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর ২০ তম বর্ষ উদযাপন কে সামনে রেখে বহুজাতিক  সমাজ ব্যবস্থায় বিভিন্ন মাল্টিকালচারাল সংগঠন গুলোকে একত্রিত করে কিভাবে দিবসটি উদযাপন করা যায় সে লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয় এবং মাতৃভাষাপ্রেমী সকলের অংশগ্রহণ কিভাবে নিশ্চিত করা যায় সে লক্ষ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় এবং সকলের  পরামর্শ এবং আন্তরিক  সহযোগিতার আহ্বান জানানো হয়। 





সভা চলাকালে সংগঠনের অন্যতম নির্বাহী সদস্য আসমা আলম কাশফি  চেয়ারপারসনের সাথে টেলিফোনের মাধ্যমে সভায় উপস্থিত না হতে পারার বিষয়ে অবহিত করেন এবং সভায় গৃহীত সিদ্ধান্তের সাথে একাত্মতা প্রকাশ করার অভিপ্রায় ব্যক্ত করেন। সভায় একুশে কর্নার বিষয়ক আলোচনায় কাম্বারল্যান্ড কাউন্সিলের উদাহরণ নিয়ে সম্ভাব্য অন্যান্য কাউন্সিলের সাথে নির্বাহী সদস্যগনের সকলে উদ্যোগী হয়ে কাজ করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। বিশেষ করে ইনার ওয়েস্ট কাউন্সিল (অধুনালুপ্ত এসফিল্ড), ব্লাকটাউন কাউন্সিল  এবং  স্ট্রেইথফিল্ড কাউন্সিলের সাথে কাজ করার জন্য  রাজ দত্ত এবং নির্মল পাল কে অনুরোধ করা হয়।  আইএমএলডি'র ২০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে এমএলসি মুভমেন্টের কৌশল ভিত্তিক "একুশের চেতনার বিশ্বায়ন" নামক গ্রন্থ প্রকাশের পরিকল্পনা বিষয়ে প্রতিষ্ঠাতা নির্মল পালের ঘোষণায় সন্তোষ প্রকাশ করে সভার পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানানো হয় এবং সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করা হয়।  সভার শেষ পর্যায়ে চেয়ারপারসন নির্মল পাল সকলের উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top