সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবে ঐক্যবদ্ধ বিএনপি অস্ট্রেলিয়া


প্রকাশিত:
২৫ আগস্ট ২০১৯ ১৮:৩৩

আপডেট:
১৯ মে ২০২৪ ০৬:৪৫

৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবে ঐক্যবদ্ধ বিএনপি অস্ট্রেলিয়া

আগামী ১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায়  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি  অস্ট্রেলিয়ার নেতাকর্মীরা ঐক্যবদ্ধ বিএনপি অস্ট্রেলিয়ার ব্যানারে ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং দলের চেয়ারপারসন,  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার  কারামুক্তি ও দেশে সত্যিকারে গণতন্ত্র প্রতিষ্ঠার  দাবীতে রকডেলের নিউ ষ্টার কাবাব রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করেছে। কর্মসূচি সফল করতে নেতাকর্মী ও সর্বস্তরের প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে  ঐক্যবদ্ধ বিএনপি অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দ।



১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাজধানীর রমনায় দল প্রতিষ্ঠার ঘোষণা দেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপির ঘোষণাপত্রে বলা হয়, বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে ইস্পাত কঠিন গণঐক্য, ব্যাপক জনভিত্তিক গণতন্ত্র ও রাজনীতি প্রতিষ্ঠা, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত জনগণের অক্লান্ত প্রয়াসের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক মুক্তি, আত্মনির্ভরশীলতা ও প্রগতি অর্জন এবং সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ, নয়া উপনিবেশবাদ, অধিপত্যবাদের বিভীষিকা থেকে মুক্তির লক্ষ্যে বিএনপি গঠিত হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top